Last Updated on 3 months by zajira news
আন্তর্জাতিক ডেস্ক জাজিরা নিউজ: দায়িত্ব নিয়েই নেপালের পার্লামেন্ট ভেঙে দেওয়ার উদ্যোগ নিয়েছেন দেশটির অন্তর্বর্তীকালীন সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি।
তারসুপারিশের ভিত্তিতে সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। ঘোষণা করা হয়েছে নতুন নির্বাচনের তারিখ।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, আগামী বছরের মার্চে নতুন নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।
নেপালের প্রেসিডেন্টের প্রেস উপদেষ্টা কিরণ পোখরেল বলেছেন, গতকাল শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে সংসদ ভেঙে দেওয়া হয়েছে। নতুন নির্বাচনের তারিখ হলো ২০২৬ সালের ৫ মার্চ।
গতকাল রাতে স্থানীয় সময় রাত ৯টার দিকে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর শপথ নেন দায়িত্ব নেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি।
তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে। এটির মেয়াদ থাকবে ৬ মাস। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয়।

