সময়ের জনমাধ্যম

মঙ্গলবারও কারফিউ- গ্রেফতার অভিযান চলছে দেশ জুড়ে

Last Updated on 1 year by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: তিনদিন ধরে বাংলাদেশে চলছে কারফিউ সে সাথে ইন্টারনেট, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ বন্ধ রয়েছে।

রোববার ও সোমবারের পর নির্বাহী আদেশে মঙ্গলবারও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বেড়েছে কারফিউর মেয়াদ
কোটা সংস্কারের প্রজ্ঞাপনে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদন দিয়েছেন বলে জানা যাচ্ছে।

নিখোঁজদের ফিরিয়ে দেয়া, হয়রানি বন্ধ, মন্ত্রীদের পদত্যাগ সহ কয়েক দফা দাবি জানিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১৪১ জনের মৃত্যুর তথ্য পাওয়া যাচ্ছে।

‘সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে’ গ্রেফতার অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। রোববার ঢাকায় পাঁচশোর বেশি মানুষ গ্রেফতার, যাদের অনেকে বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।

টানা চারদিন ধরে বাংলাদেশে ইন্টারনেট বন্ধ রয়েছে, কবে ফিরবে, কেউ জানাতে পারছে না। খবর, বিবিসি