সময়ের জনমাধ্যম

মহাকাশ থেকে তোলা ঝলমলে মক্কায় উজ্জ্বল আলোয় দেখা গেল পবিত্র কাবা, ছবি ভাইরাল

মহাকাশ থেকে তোলা ছবিতে ধরা পড়লো পবিত্র কাবা

Last Updated on 7 days by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: মহাকাশ থেকে তোলা মক্কার এক মনোমুগ্ধকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। যেখানে পৃথিবী থেকে ৪০০ কিলোমিটার ওপর থেকেও উজ্জ্বল আলোর মতো ফুটে থাকতে দেখা যায়।

সম্প্রতি নাসার মহাকাশচারী ডন পেটিট আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) থেকে ফিরে এসে এক্সে একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে তিনি লিখেছেন, মক্কার কক্ষপথীয় দৃশ্য। কেন্দ্রে যে উজ্জ্বল বিন্দুটি দেখছেন, সেটিই হলো কাবা। মহাকাশ থেকেও দেখা যাচ্ছে। এ খবর দিয়েছে ইন্ডিয়া টুডে।

এতে বলা হয়, তার চতুর্থ মহাকাশ মিশনে শিল্পীমনা মহাকাশ-ফটোগ্রাফির জন্য পরিচিত পেটিট উচ্চক্ষমতাসম্পন্ন নিক্কন ক্যামেরায় ছবিটি ধারণ করেছেন। ছবিতে দেখা যায়- পাহাড়ঘেরা উপত্যকার মাঝে বিস্তৃত নগরী মক্কা, আর ফ্রেমের কেন্দ্রজুড়ে রয়েছে মসজিদুল হারাম। কালো কিসওয়া কাপড় জড়ানো ঘনকাকার কাবাটি অবিরাম আলোকসজ্জার কারণে মহাকাশ থেকে প্রতিফলিত আলোয় উজ্জ্বল বিন্দুর মতো চোখে পড়ে।

রাতে মহাকাশ থেকে মক্কার মতো নগরীগুলো সাধারণত আলোক দূষণের কারণে জ্বলজ্বলে আলোর টুকরো হিসেবে দেখা যায়। লাখো এলইডি এবং সোডিয়াম লাইটের আলো চারদিকে ছড়িয়ে পড়ে।

কাবাকে এত উজ্জ্বল দেখার কারণ হলো মসজিদুল হারামের ২৪ ঘণ্টাই আলোকউজ্জ্বল থাকে। ঘণ্টায় প্রায় ২৮ হাজার কিলোমিটার বেগে আরব উপদ্বীপের ওপর দিয়ে অতিক্রম করার সময় পেটিট দীর্ঘ এক্সপোজার ব্যবহার করে ছবির সূক্ষ্ম ছবি ফুটে উঠেছে। ছবিতে পাহাড়ের ভেতর দিয়ে যাওয়া সড়ক স্পষ্টভাবে দেখা গেছে।

নগরীর আলো ও নানান মহাজাগতিক দৃশ্য ক্যামেরাবন্দী করার জন্য পরিচিত ডন পেটিট পৃথিবীর সৌন্দর্য তুলে ধরে মানুষকে অনুপ্রাণিত করে চলেছেন।

তার সর্বশেষ ছবিটি যেন মানবতার আধ্যাত্মিক প্রতীকগুলোর নক্ষত্রখচিত আকাশের নিচে বহন করে অমলিন অবস্থানের বার্তা।