Last Updated on 5 months by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: মধ্যপাল্লার পারমাণবিক অস্ত্র আবার উৎপাদনের হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি জার্মানি বা ইউরোপের অন্য কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করে, তাহলে মস্কো এই পারমাণবিক অস্ত্র উৎপাদনের পথে হাঁটবে।
রোববার (২৮ জুলাই) রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নৌবাহিনীর কুচকাওয়াজে পুতিন এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে মধ্য ও স্বল্পপাল্লার অস্ত্র মোতায়েন স্থগিত করা নিয়ে এর আগে গৃহীত চুক্তি থেকে সরে আসার কথা ভাবব আমরা।’
রুশ প্রেসিডেন্ট সতর্ক করে বলেন, ‘আমরা তাদের মোতায়েনে প্রতিশোধমূলক ব্যবস্থা নেব, ইউরোপ ও বিশ্বের অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্র ও তাদের উপগ্রহগুলোর পদক্ষেপকে বিবেচনায় নিয়ে।
৫০০ থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার মধ্যে যাত্রা করতে পারা এই ধরনের ক্ষেপণাস্ত্রের বিষয়ে ১৯৮৭ সালে যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন একটি অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি স্বাক্ষর করে। কিন্তু ওয়াশিংটন ও মস্কো ২০১৯ সালে মাঝারিপাল্লার পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেয় এবং প্রত্যেকে একে অপরকে চুক্তি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে রাশিয়া পরবর্তীকালে বলেছিল, যতক্ষণ না যুক্তরাষ্ট্র বিদেশে ক্ষেপণাস্ত্র মোতায়েন না করে, ততক্ষণ তারা এই জাতীয় ক্ষেপণাস্ত্রের উত্পাদন পুনরায় শুরু করবে না।
জুলাইয়ের শুরুতে ওয়াশিংটন ও বার্লিন ঘোষণা করে, ২০২৬ সালে জার্মানিতে টমাহক ক্রুজ মিসাইলসহ দূরপাল্লার মার্কিন ক্ষেপণাস্ত্রগুলোর ‘অনিয়মিত মোতায়েন’ শুরু হবে।
ওই ঘোষণার দিকে ইঙ্গিত করে নৌবাহিনীর কুচকাওয়াজে পুতিন বলেন, ‘রাশিয়ার গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও সামরিক স্থাপনা ওই ধরনের ক্ষেপণাস্ত্রের আওতায় পড়বে। তাই আমাদের এ ধরনের স্থাপনাগুলো ভবিষ্যতে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করা হবে। এ পরিস্থিতি আমাদের স্নায়ুযুদ্ধের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। ওই সময় ইউরোপে মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র।