সময়ের জনমাধ্যম

মার্তিনেসের গোলে কোপার কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

Last Updated on 1 year by zajira news

স্পোর্টস ফুটবল, জাজিরা নিউজ: প্রতিপক্ষের ডেডলক ভেঙে দলকে জয় এনে দিলেন সুপার সাব লাউতারো মার্তিনেস। আর্জেন্টিনাকে ৮৮ মিনিট পর্যন্ত আটকে রেখেও শেষ পর্যন্ত হেরে গেল চিলি।

জর্জিয়ার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৭টায় কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচে মাঠে নামে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও চিলি। লাউতারো মার্তিনেসের ৮৮তম মিনিটের গোলে ১-০ গোলে ম্যাচটি জিতেছে আর্জেন্টিনা।

এই জয়ে প্রথম দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে টুর্নামেন্টে সবার আগে শেষ আট নিশ্চিত করেছে মেসি অ্যান্ড কোং। গ্রুপের বাকি ম্যাচটি তারা খেলবে ৩০ জুন। ওইদিন সকাল ৬টায় পেরুর বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির শিষ্যরা।

কোপা আমেরিকায় চিলির সঙ্গে খেলা হলে আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের মনে হয়তো ভেসে ওঠে পুরোনো স্মৃতি। ২০১৫,২০১৬ টানা দুইবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এই টুর্নামেন্টে আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জেতে চিলি। সেই চিলির বিপক্ষে আজ দাপট দেখিয়ে খেলেছে আর্জেন্টিনা।

৬৪ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আর্জেন্টিনা নেয় ৬ শট। চিলি বল দখলে রাখে ৩৬ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৩ শট নেয় তারা। আর্জেন্টিনার মতো সুযোগ হাতছাড়া করেছে চিলিও। মার্তিনেসের গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দিয়েছে।

মার্তিনেসের গোলটাও হয়েছে অসাধারণ। লিওনেল মেসির কর্নার থেকে পাওয়া সুযোগ মার্তিনেস বেশ দক্ষতার সঙ্গে চিলির রক্ষণভাগকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন। আর্জেন্টাইন স্ট্রাইকারের গোলটিই শেষ পর্যন্ত আজ ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে।