সময়ের জনমাধ্যম

মালয়েশিয়াতে মঞ্চ মাতাতে আসছেন মনির খান ও লুইপা

Last Updated on 1 month by zajira news

বিনোদন ডেস্ক, জাজিরা নিউজ: বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান এবং জিনিয়া জাফরিন লুইপা আসছেন মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল মালয়েশিয়া (BBFM) ২০২৫-এ।

আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে দিনব্যাপী এই উৎসব বসবে, যেখানে তাদের সঙ্গীত পরিবেশনা দর্শকদের মাতিয়ে তুলবে।

সঙ্গীত পরিবেশনার পাশাপাশি থাকবে নাচ, ফ্যাশন শো, ঐতিহ্যবাহী সংগীত ও আধুনিক পরিবেশনার সমন্বয়ে সাজানো বিশেষ সাংস্কৃতিক এক্সপো। শিল্পীদের সঙ্গে থাকছেন ছয় সদস্যের একটি সংগীত দল, যারা লাইভ পারফরম্যান্স উৎসবের আমেজকে আরও বর্ণীল করে তুলবেন।

এই অনুষ্ঠানের আয়োজক মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন (MBFA) জানিয়েছে, প্রতিবারের ন্যায় এবারও সকল শ্রেণি, পেশার দর্শকদের জন্য অনমুক্ত থাকবে উৎসব প্রাঙ্গণ।

আয়োজকরা বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগ বাংলাদেশি সঙ্গিত, শিল্প ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বেশি পরিচিত করবে। এ আয়োজন প্রবাসী এবং স্থানীয় দর্শকদের জন্য হবে এক অনন্য অভিজ্ঞতা।