Last Updated on 12 hours by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (ইউপিএম)-এ অধ্যয়নরত ২০২৫–২৬ শিক্ষাবর্ষের বাংলাদেশি শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হল।
বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (বিএসএইউপিএম) এর আয়োজনে রোববার (১৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের দেওয়ান টাকলিমাত হলরুমে এই জমকালো নবীনবরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

বিএসএইউপিএম এর সভাপতি রাশনী উমাইয়া গাজীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করে রাইসা ও উৎসব। সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এহতেশাম জিলহান বিন সেলিম।
শুরুতে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় সংগীত এবং ইউপিএম-এর বিশ্ববিদ্যালয় অ্যানথেম পরিবেশনের মাধ্যমে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, পরে নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে তাদের হাতে স্মারক সার্টিফিকেট ও উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এতে সংগীত পরিবেশনায় অংশ নেন ইভান, আদনান, সৈকত এবং জনপ্রিয় সংগীতশিল্পী তাসনিম জান্নাত নিঝু। নৃত্য পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন সুমরিন, ফাহাদ, নওহা ও ফাহমিদা।

অনুষ্ঠানের সুষ্ঠু সমন্বয়ে দায়িত্ব পালন করেন ঐশী, সামিরা, আভাস, তানভীর, বাশার, সালমান ফারসি ও রাহাত। স্পন্সর হিসেবে পাশে ছিল প্রাণ মালয়েশিয়া এসডিএন বিএইচডি এবং বিএসএইউপিএম এলামনাই প্যানেল। এলামনাই প্যানেল থেকে উপস্থিত ছিলেন নিপ্পন, মুগ্ধ, বশির, নিহাদসহ আরও অনেকে।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ। সংগঠনের উপদেষ্টা এস এম আশিবুর হাসনাত সাদী অতিথিদের সম্মাননা স্বরূপ ক্রেস্ট প্রদান করেন।

উল্লেখ্য, ১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিএসএইউপিএম ইউপিএম-এ অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের শিক্ষা, সংস্কৃতি ও পারস্পরিক ঐক্য সুদৃঢ় করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

