Last Updated on 5 months by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার বুকিত বিন্তাং জালান ইমবিতে অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এ সময় বাংলাদেশিসহ ৫০৬ জন অনিবন্ধিত কর্মীকে আটক করা হয়। তাদের মধ্যে ১৬৫ জন বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে।
মালয়েশিয়ান ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানিয়েছেন, ১৮৫ জন কর্মকর্তার অংশগ্রহণে বৃহস্পতিবার (১৭ এপ্রিল) রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী এ অভিযান পরিচালনা করা হয় ।
ইমিগ্রেশন মহাপরিচালক আরও বলেন, জালান ইমবিতে দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের কেন্দ্র হিসেবে চিহ্নিত ছিল। এখানকার অনেক দোকানঘরের উপরের তলা ভাড়া নিয়ে অবৈধ অভিবাসীরা বসবাস করত।
অভিযানকালে পালানোর চেষ্টাকালে দুই বিদেশি পুরুষ আহত হন। এছাড়া উঁচু হিলের জুতা পরা এক মহিলাও পালাতে চেষ্টা করে ব্যর্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। পরে ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের ইমার্জেন্সি মেডিকেল রেসপন্স সার্ভিস ইউনিট তাদের প্রাথমিক চিকিৎসা দেয়।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হওয়া অভিযানে মোট ৮৯৫ জনকে পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৭৪৯ জন ছিলেন বিদেশি নাগরিক এবং ১৪৬ জন স্থানীয়। আটকদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি ছাড়াও নেপালি (১৪২ জন), ইন্দোনেশিয়ান (১০৯ জন) এবং কিছু ভারতীয় ও শ্রীলঙ্কান নাগরিকও রয়েছেন।
ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আটকদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়া এবং ওয়ার্কিং ভিজিট পাসের অপব্যবহার। অনেক কর্মীকে দেখা গেছে যাদের জোহরের ওয়ার্কিং ভিসা থাকলেও তারা কুয়ালালামপুরে অবস্থান করছিলেন।
সংবাদ সম্মেলনে ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া জানান, ২০২৫ সালের জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত ৩৮৭০টি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোট ৫২৩১৮ জনের কাগজপত্র চেক করে ২২,৪৮৬ জন অনিবন্ধিত অভিবাসী কর্মীদের আটক করা হয়েছে। অনিবন্ধিত অভিবাসী কর্মীদের পাশাপাশি অনিবন্ধিত অভিবাসী কর্মীদের আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে ৪৯১ জন নিয়োগ কর্তা।