সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় এনটিভির ইফতার মাহফিলে প্রবাসীদের ঢল !

অনুষ্ঠানের প্রশংসা করে ড. মিজানুর রহমান আজহারী বলেন, এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই দায়িত্বশীল সকলকে। আসলে এ ধরনের আয়োজন খুবই ভালো লাগার, এখানে এসে এক টুকরো বাংলাদেশ পেলাম!

ছবি: জাজিরা নিউজ

Last Updated on 6 months by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: পবিত্র মাহে রমজান উপলক্ষে মুসলিম উম্মাহ’র সুখ ও সমৃদ্ধি কামনায় মালয়েশিয়ায় অবস্থানরত দর্শকদের সমন্বয়ে গঠিত বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভি দর্শক ফোরামের উদ্যোগে এনটিভি ইফতার মাহফিল -২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ মার্চ) বিকাল ৫ টায় দেশটির রাজধানী কুয়ালালামপুরের জালান ইয়াকুব লতিফ বান্দার টুন্ রাজ্জাক এ অবস্থিত ইন্টারন্যাশনাল ইয়ুথ সেন্টার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা শায়েখ ড. মিজানুর রহমান আজহারি এর হাতে ক্রেস্ট তুলে দিচ্ছেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব এর সহসভাপতি ও এনটিভি মালয়েশিয়ার স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান I ছবি: জাজিরা নিউজ

বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব এর সহসভাপতি ও এনটিভি মালয়েশিয়ার স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নানের সার্বিক তত্ত্বাবধায়নে আন্তর্জাতিক ইসলামী বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ জুবায়ের হোসেনের অনুষ্ঠান পরিচালনায় এনটিভি দর্শক ফোরামের উপদেষ্টা মোহাম্মদ মোশাররাফ হোসেনের সভাপতিত্বে প্রধান আলোচক হিসাবে ইফতার মাহফিলে বয়ান করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক বক্তা শায়েখ ড. মিজানুর রহমান আজহারি।

বিশেষ আলোচক হিসাবে বয়ান করেন কুয়ালালামপুরের তিতিওয়াংসার সুরাও বায়তুল মোকারমের ঈমাম হাফেজ মাওলানা ইকরামুল হক।

মালয়েশিয়ায় এনটিভির ইফতার মাহফিলে প্রবাসীদের ঢল I ছবি: জাজিরা নিউজ

অনুষ্ঠান প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মালয়েশিয়ান নাগরিক, কনকর্ড ও আই এস ওয়াই গ্রুপের চেয়ারম্যান তান শ্রী সয়েদ মোহাম্মদ ইউসুফ বিন তুন সয়েদ নাসির, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব প্রেস, সুফি আব্দুল্লাহিল মারুফ, ভার্সাটিলো গ্রুপের চেয়ারম্যান কামরুল আহসান প্রমুখ।

ইফতার মাহফিলকে কেন্দ্র করে শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যম কর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীদের ঢল নামে অনুষ্ঠানস্থলে। মেইন বলরুম ছাড়া সর্বমোট চার-চারটি হলরুম কানায় কানায় পরিপূর্ণ হয়ে উঠে প্রবাসীদের উপস্থিতিতে।

বিশেষ আলোচক হিসাবে বয়ান করেন কুয়ালালামপুরের তিতিওয়াংসার সুরাও বায়তুল মোকারমের ঈমাম হাফেজ মাওলানা ইকরামুল হক। ছবি: জাজিরা নিউজ

অনুষ্ঠানের প্রশংসা করে এসময় ড. মিজানুর রহমান আজহারী বলেন, এত সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানাই দায়িত্বশীল সকলকে। আসলে এ ধরনের আয়োজন খুবই ভালো লাগার, এখানে এসে এক টুকরো বাংলাদেশ পেলাম!

ইফতারের আগে বাংলাদেশসহ সমগ্র মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

এনটিভির ইফতার মাহফিল সফল করার জন্য চেরাস পুলিশ স্পেশাল ব্রাঞ্চ, ভলান্টিয়ার হিসেবে বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম) কে ধন্যবাদ জানান অনুষ্ঠানের আয়োজক কমিটি।