সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় কারখানায় অভিযানে গ্রেফতার ৩০৬ বাংলাদেশী

Last Updated on 1 month by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগ নিবং তেবাল বুকিত তাম্বুনের একটি কারখানায় যৌথ অভিযান চালিয়ে ৩০৭ জন অভিবাসীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে ৩০৬ জনই বাংলাদেশী নাগরিক।

বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে দেশটির জাবাতান ইমিগ্রেশন পেইজে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অভিবাসন আইন ১৯৫৯/১৯৬৩ এর ধারা লঙ্ঘনের বিভিন্ন অপরাধে তাদেরকে গ্রেফতার করা হয়।

গতকাল সকাল সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই অভিযানটি যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে অংশ নেয়- জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), সেবারাং পেরাই সিটি কাউন্সিল (এমবিএসপি) এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য বিভাগের (জেকেকেপি) সহযোগিতায় ইমিগ্রেশন বিভাগ (জেআইএম) দ্বারা পরিচালিত হয়েছিল।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, ‘গ্রেফতারদের মধ্যে ৩০৬ জন বাংলাদেশী এবং একজন নেপালি নাগরিক, যার বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। জাওয়াই ইমিগ্রেশন ডিপোতে রাখার আগে তাদের আরো তদন্তের জন্য ইমিগ্রেশন অফিসে নেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘অভিযানে মোট ৭৪৯ জন অভিবাসী কর্মীর কাগজপত্র তল্লাশি করা হয়েছে। পরে মোট ৩০৭ জন বিদেশী কর্মীর মধ্যে বিভিন্ন অপরাধের অভিযোগ পাওয়া গেছে, যার মধ্যে রয়েছে পারমিট সেক্টরের অপব্যবহার, অননুমোদিত স্থানে কাজ করা, মেয়াদোত্তীর্ণ পারমিট এবং বৈধ ভ্রমণ নথি না থাকা।’

তবে, সবচেয়ে বেশি অপরাধ শনাক্ত করা হয়েছে যাদের পরিচ্ছন্নতা খাতে কাজের অনুমতি ছিল কিন্তু তারা কারখানায় গিয়ে কাজ করত। এক সেক্টরের পারমিট নিয়ে অন্য সেক্টরে কাজ করা দন্ডনীয় অপরাধ।