Last Updated on 3 weeks by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: না ফেরার দেশে চলে গেলেন মালয়েশিয়ার কুয়ালালামপুর বুকিত বিন্তাং এর জনপ্রিয় বাংলাদেশি রেস্টুরেন্ট “ভিআইপি পিঠাঘর”র স্বত্ত্বাধিকারি ইসমাইল হোসেন (৬০)।
আজ রবিবার (১৭ অগাষ্ট) দুপুর মালয়েশিয়া সময় ১২টা ৩০মিনিটে কুয়ালামপুরের টংসিং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মরহুম ইসমাইল হোসেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার নীলক্ষা ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার হৃদরোগ আক্রান্ত হলে তাকে দ্রুত স্থানীয় টংসিং হাসপাতালে ভর্তি করানো হয় এবং কিছুটা সুস্থ্য হলে গতকাল রাতে তার অপারেশন সম্পন্ন হয়। আজ ১২টা ৩০ মিনিটে না ফেরার দেশে পাড়ি জমান অতি অল্প সময়ে জনপ্রিয় হয়ে ওঠা এই ব্যবসায়ী।
আজ বাদ মাগরিব কুয়ালা লামপুরের হাংতুয়া মাসজিদ ‘আল বুখারীতে’ মরহুম ইসমাইল হোসেনের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
তার জানাজার নামাজ আদায় করতে এবং তাকে শেষ বারের মত এক নজর দেখতে দূর-দুরান্ত থেকে ছুটে আসেন প্রবাসী বাংলাদেশীরা।
তার মৃত্যু সংবাদে বাংলাদেশ কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে আসে। মালয়েশিয়ায় প্রবাসি বাংলাদেশিরা মরহুমের শোকাহত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করে তার বিদেহী আন্তার শান্তি কামনা করেন।