Last Updated on 5 days by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জি-টাওয়ারে রোববার (৩১ আগস্ট) অনুষ্ঠিত হলো প্রবাসী বাংলাদেশিদের সর্ববৃহৎ পিঠা উৎসব ২০২৫ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
বাংলাদেশি প্রবাসী, নারী উদ্যোক্তা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল এ উৎসবটি রূপ নেয় মিলনমেলায়। প্রবাসে থেকেও বাঙালির শেকড়, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধরে রাখতে আয়োজিত এ উৎসবে অংশ নেন ৩০০-এর অধিক প্রবাসী বাংলাদেশি।
উৎসবে ৪০-এর বেশি উদ্যোক্তা ও শিক্ষার্থী প্রায় শতাধিক ঐতিহ্যবাহী পিঠার সমারোহ ঘটান। নানা স্বাদ ও বাহারি আকারের পিঠার মাধ্যমে বাংলার গ্রামীণ সংস্কৃতি ও খাবারের ঐতিহ্যকে তুলে ধরেন তারা।
অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া (বিএসএইউপিএম)। মিডিয়া পার্টনার হিসেবে ছিল এনটিভি। সংগঠনের উপদেষ্টা এস এম আশিবুর হাসনাত সাদী, সভাপতি ইমরান ফরহাদ, এবং ইউপিএম শিক্ষার্থী ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিএসএইউপিএমের সিনিয়র সহ-সভাপতি রাশনী উমাইয়া গাজী।
এ আয়োজনে মালয়েশিয়ার প্রায় ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়াও বিয়াম, বিএসওএম, বিএসইউএমসহ বিভিন্ন ছাত্র সংগঠনের প্রতিনিধি এবং বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানি, চিত্রনায়িকা সিমলা ও সুবা, এবং কণ্ঠশিল্পী তামান্না হক। তাদের উপস্থিতি প্রবাসী বাংলাদেশিদের উৎসবকে করে তোলে আরও প্রাণবন্ত। তামান্না হকের মন মাতানো গান সহ নাচে, গানে মন মাতায় শিক্ষার্থিরা।
উৎসবের প্রধান স্পন্সর ছিল হাইপার কানেক্ট এবং স্কেপস প্লান – স্টাডি ইন মালয়েশিয়া। পাশাপাশি প্রবাসীদের বিশেষ অবদান ও বিভিন্ন সংগঠনের কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়।
বাংলাদেশি খাবার, সংস্কৃতি ও মিলনমেলার এ মহোৎসব ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মাঝে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। উপস্থিত সকলে আয়োজনের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।