Last Updated on 4 days by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: স্বনামধন্য আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আইআইইউএম) থেকে ডিজিটাল মার্কেটিংয়ে পিএইচডি ডিগ্রি লাভ করলেন বাংলাদেশি শির্ক্ষার্থী সালেম আবদুহু।
আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়া (আইআইইউএম) এর ৪১ তম সমাবর্তন অনুষ্ঠানটি ৬ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
সমাবর্তন অনুষ্ঠানে পাহাং রাজ্যের রানী তুঙ্কু আজিজাহ আমিনাহ মাইমুনাহ ইস্কান্দারিয়া এর হাত থেকে বাংলাদেশি শির্ক্ষার্থী সালেম আবদুহু ডিগ্রিটি গ্রহণ করেন।
ড. সালেম আবদুহু বাংলাদেশের খ্যাতিমান ইসলামিক ব্যক্তিত্ব, জামায়াতে ইসলামী বাংলাদেশ-এর কেন্দ্রীয় নায়েবে আমীর, সাতকানিয়া–লোহাগাড়া আসনের সাবেক সংসদ সদস্য মাওলানা আ. ন. ম. শামসুল ইসলাম এবং উম্মে সালমা দম্পতির একমাত্র পুত্র।
মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি অর্জনকারী ড. সালেম আবদুহুর গবেষণার শিরোনাম ছিল—
“The Impact of Digital Advertising Content on Intention to Donate to Muslim NGOs Using Crowdfunding Platforms.” গবেষণাটি মুসলিম এনজিওগুলোর ফান্ডরেইজিং কার্যক্রমে ডিজিটাল বিজ্ঞাপনের ভূমিকা এবং কার্যকারিতা নিয়ে গুরুত্বপূর্ণ এক প্রায়োগিক বিশ্লেষণ প্রদান করে।
ড. আবদুহু তাঁর প্রাথমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা শেষ করেন রাজউক উত্তরা মডেল কলেজ এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে। দীর্ঘ ১৬ বছরের অধ্যয়ন ও গবেষণা যাত্রা শেষে IIUM থেকে তাঁর পিএইচডি সম্পন্ন হয়।
তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, যাত্রাটি চ্যালেঞ্জিং ছিল, কিন্তু অগণিত দোয়া ও ধৈর্যের মাধ্যমে আজ তা সফল হয়েছে।”
ড. সালেম আবদুহু পেশাগতভাবে একজন ডিজিটাল মার্কেটিং বিশেষজ্ঞ ও মিডিয়া কনসালট্যান্ট। তিনি বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান, দাতব্য সংস্থা এবং মিডিয়া প্ল্যাটফর্মে ডিজিটাল বিজ্ঞাপন কৌশল, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবস্থাপনা, মাল্টিমিডিয়া প্রোডাকশন এবং অনলাইন ক্যাম্পেইন পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
ডিজিটাল মার্কেটিং, মুসলিম এনজিও সেক্টর এবং আধুনিক ডোনেশন ইকোসিস্টেম নিয়ে তাঁর অভিজ্ঞতা ও গবেষণা তাঁকে এই ক্ষেত্রে এক বিশেষ অবস্থানে পৌঁছে দিয়েছে।
বর্তমানে তিনি ড. বিলাল ফিলিপসের ইসলামিক অনলাইন ইউনিভাসিটির মার্কেটিং লিড হিসেবে দায়িত্ব পালন করছেন।
সমাবর্তন শেষে ড. সালেম আবদুহু বলেন, “আল্লাহর অনুগ্রহে রানী তুঙ্কু আজিজাহ আমিনাহ-এর হাত থেকে ডিগ্রি গ্রহণ করতে পেরেছি। আমার জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত এটি।”
তিনি তাঁর এই সফলতার জন্য তার বাবা-মা, স্ত্রী এবং সুপারভাইজার ড. মুহাম্মদ তাহীর জান এর প্রতি কৃতজ্ঞতা জানান।
IIUM-এ অতিবাহিত সময় সম্পর্কে ড. আবদুহু বলেন, প্রতিষ্ঠানটি তাঁকে একটি চমৎকার শিক্ষণ পরিবেশ, সঠিক পরামর্শ এবং ব্যক্তিগত বিকাশের সুযোগ দিয়েছে, যার জন্য তিনি চিরকৃতজ্ঞ।
তিনি আরও প্রত্যাশা করেন যে তাঁর অর্জিত এই জ্ঞান যেন সমাজের কল্যাণে নিয়োজিত হয় এবং ভবিষ্যতে জাতি গঠনে অর্থপূর্ণ অবদান রাখতে সহায়ক হবে।

