Last Updated on 2 weeks by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় সড়ক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত উদ্ভাবনী অ্যাপ ‘কারবাডি’ তৈরি করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশি শিক্ষার্থীদের দল। ‘শেল নিরাপদ সড়ক উদ্ভাবন ফর ভার্সিটি চ্যালেঞ্জ ২০২৫’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া (ইউটিএম) এর ‘টিম সফট শেল ক্র্যাব’।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) মালয়েশিয়ার পুত্রাজায়াস্থ দেওয়ান সেরি মেলাতি হলে এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।
বিজয়ী দলের চার বাংলাদেশি সদস্য হলেন সামিন সারওয়াত, তানহিম বিন জাশিম, হুজাইফা সাওমান ও তানভীর আহমদ। তারা সবাই ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়ায় (ইউটিএম) এর জোহর ক্যাম্পাসে পড়াশোনা করছেন এবং ‘কারবাডি’ নামে একটি এআই-চালিত অ্যাপ তৈরি করেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার সড়ক ও পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোক সিউ ফোক। বিশেষ অতিথি হিসেবে শেল ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিতি সুলায়মানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন মালয়েশিয়ার সড়ক ও পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোক সিউ ফোক
এই অ্যাপটি মূলত মালয়েশিয়ার সবচেয়ে মারাত্মক সড়ক ঝুঁকির একটি মাইক্রোস্লিপ দুর্ঘটনা মোকাবিলা করে। মাইক্রোস্লিপ হলো এক ধরনের স্বল্পস্থায়ী ঘুম, যা চালকের চোখ এবং মুখের ভাব ট্র্যাক করে অ্যাপটি শনাক্ত করতে পারে। এতে অ্যাপটি চালককে ঘুমিয়ে পড়ার আগেই সতর্ক করতে পারে। সাশ্রয়ী ও সহজে ব্যবহারযোগ্য এই অ্যাপটি বছরে ৫০০ মানুষের জীবন এবং ৪ দশমিক ১ বিলিয়ন মালয়েশীয় রিংগিত বাঁচাতে পারে।
এ বছর প্রতিযোগিতায় ফাইনালে পাঁচটি দল অংশ নেয়। ইউনিভার্সিটি টেকনোলজি মালয়েশিয়া ছাড়াও ইউনিভার্সিটি মালয়েশিয়া সাবাহ, ইউসিএসআই কলেজ, ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়া এবং এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি অ্যান্ড ইনোভেশনের শিক্ষার্থীরা এতে প্রতিদ্বন্দ্বিতা করে।
শেল মালয়েশিয়ার কান্ট্রি চেয়ার এবং আপস্ট্রিম মালয়েশিয়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সিঁতি সুলাইমান জানান, শেল তরুণদের মধ্যে একটি শক্তিশালী সড়ক নিরাপত্তা সংস্কৃতি গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই কার্যক্রমের মাধ্যমে তারা সৃজনশীল সমাধান তৈরিতে এবং নিজেদের সম্প্রদায়ে নিরাপত্তার প্রচারে সক্রিয় ভূমিকা নিতে অনুপ্রাণিত হচ্ছেন।
ফাইনালে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন শেল-এর রিজিওনাল হাই রিস্ক ট্রান্সপোর্ট অ্যাডভাইজর হার্নামদাভ সিং, রোড ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ ফাইরুয ইযানি, মালয়েশিয়ান ইনস্টিটিউট অব রোড সেফটি রিসার্চের ডিরেক্টর-জেনারেল অ্যাসোক প্রফেসর ড. সিঁতি যাহরাহ ইশাক, উচ্চশিক্ষা বিভাগের প্রিন্সিপাল অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওয়ান নূর শিলা মিয়র শরীফুদ্দীন এবং জিওয়াইএল মিডিয়া সার্ভিসেসের ডিজিটাল ডিরেক্টর গান ইয়ং লি।
শেল মালয়েশিয়া ১৯৬০ এর দশক থেকে সড়ক নিরাপত্তার জন্য কাজ করছে। ২০১৭ সাল থেকে শেল সেলামাত সামপাই ভার্সিটি চ্যালেঞ্জ চালু করা হয়। এর লক্ষ্য হলো উচ্চশিক্ষার শিক্ষার্থীদেরকে সড়ক নিরাপত্তা সমস্যা সমাধানে উদ্ভাবনী ধারণা নিয়ে আসতে উৎসাহিত করা।
এই চ্যালেঞ্জ মালয়েশিয়াজুড়ে তরুণদের নতুন নতুন ধারণা দিতে এবং সড়ক নিরাপত্তা পরিস্থিতি উন্নত করতে সাহায্য করেছে।