Last Updated on 1 year by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দুই দিনব্যাপী মোবাইল কনস্যুলার সেবার উদ্বোধন করা হয়েছে।
সেবার প্রথম দিন আজ শনিবার (১৮ মে) স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ অনারারি কনস্যুলেট অফিস পেনাং মালয়েশিয়া থেকে ই-পাসপোর্ট সেবার মোবাইল কনস্যুলার সার্ভিসটির উদ্বোধন করা হয়।
এছাড়াও ই-পাসপোর্ট সেবার মোবাইল কনস্যুলার সার্ভিসটি আগামীকাল দ্বিতীয় দিন রোববার (১৯ মে) সকাল সাড়ে ৯টায় অগ্রণী রেমিটেন্স হাউস, বুকিট মারতাজাম, পেনাং থেকে দেওয়া হবে।

মোবাইল কনস্যুলার সার্ভিসটির শুভ উদ্ধোধন উপলক্ষ্যে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের মান্যবর হাইকমিশনার জনাব মোঃ শামীম আহসান, পেনাং অনারারী কনস্যুলেট অফিসের অনারারী কনস্যাল দাতু শেখ ইসমাইল আলাউদ্দিন, বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর জনাব মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন (পাসপোর্ট ও ভিসা) ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এছাড়া বাংলাদেশ সরকার অনুমোদিত পাসপোর্ট, ভিসা ও অন্যান্য সেবা সংক্রান্ত আউটসোর্সিং কোম্পানি ESKL-এর ডিরেক্টর জনাব আরমান পারভেজ মুরাদ (জাতীয় চলচিত্র পুরষ্কারপ্রাপ্ত অভিনেতা) ও অন্যান্য প্রতিনিধিবৃন্দ এবং বিপুল সংখ্যক সেবা প্রার্থী উপস্থিত ছিলেন।