সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের ‘বৈশাখী উল্লাস উৎযাপন’

ছবি: জাজিরা নিউজ

Last Updated on 1 year by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে বাংলা নতুন বছরকে বরন করে নিল মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিরা ।

কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে গত শনিবার (১১ মে) ‘বিডি এলিট ক্লাব মালয়েশিয়া’ আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন দেশটির বিভিন্ন বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো প্রবাসী বাংলাদেশি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মো. শামীম আহসান। বিশেষ অতিথি ছিলেন দেশটির পাহাং রাজ্য সংসদের স্পিকার মো. সরকার হাজী শামসুদ্দিন ও এলকিউআইডি এশিয়া প্যাসিফিক এসডিএন বিএইচডি’র নির্বাহী পরিচালক মো. ফারমেজুদ্দিন বিন নাজারুদ্দিন।

হাইকমিশনার শামীম আহসান তার বক্তব্যে, বৈশাখী এ আয়োজনের উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং সংস্কৃতির বিকাশে এমন উদ্যোগ প্রশংসনীয় বলেও মন্তব্য করেন।

ঢাকা থেকে আগত জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু ছিলেন আয়োজনের বিশেষ আকর্ষণ । দর্শকদের অনুরোধে বেশ কয়েকটি গান পরিবেশন করেন তিনি।

ব্যাচেলর পয়েন্ট নাটকের জাকির চরিত্রে অভিনয় করা সাইদুর রহমান পাভেলে’র প্রাণবন্ত উপস্থাপনায় দর্শকদের মন কাড়ে হালের জনপ্রিয় বাউল শিল্পি শফি মন্ডলের একের পর এক পরিবেশনা। তার গাওয়া গান পুরো অনুষ্ঠানজুড়ে দর্শকদের মুগ্ধতা ছড়ায়।

ছবি: জাজিরা নিউজ

‘বৈশাখী উল্লাস’ নামে পুরো অনুষ্ঠানস্থল সাঁজানো হয় বাংলার রুপ আর বৈচিত্রের নানা দিক নিয়ে। ঢোল, তবলা আর বাদ্য-বাজনার তালে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেয়া হয়।

দেশীয় স্বাদের পিঠা-পুলি আর নানা ধরনের খাবারের সমারোহ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থী, পরিবার নিয়ে আসা প্রবাসী ও তাদের সন্তানদের ব্যস্ত সময় পার করতে দেখা যায় আলপনা আঁকা নিয়ে।

আয়োজক সংগঠন বিডি এলিট ক্লাবের সভাপতি মনসুর আল বাশার সোহেল বলেন, এলিট ক্লাব, প্রবাসে দেশের সংস্কৃতি, ঐতিহ্য ও ভাবমূর্তি উজ্জ্বল করতে বদ্ধপরিকর। সবাইকে ঐক্যবদ্ধ করে প্রবাসীদের সমস্যা সমাধানেও এ সংগঠন কাজ করবে।

এ সময় বিডি এলিট ক্লাব মালয়েশিয়ার প্রতিষ্ঠাতা জাহিদুর রহমান খান কাঁকন ও ‘বৈশাখী উল্লাস ১৪৩১’ উদ্যাপন কমিটি’র আহ্বায়ক ফরিদ উদ্দিন গাজী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে গান পরিবেশন করেন ঢাকা থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা ও জাকিয়া সুলতানা মেরি। এছাড়া সকাল থেকে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা নানা ধরনের পরিবেশনায় অংশ নেয়। বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মালয়েশিয়া’র শিক্ষার্থীরাও অনুষ্ঠানে পারফরমেন্স করে।

বৈশাখী মেলার এ আয়োজনে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ছিলেন অন্যান্য দেশের নাগরিকরাও। প্রবাসে এ ধরনের আয়োজন বিদেশে দেশের ভাবমূর্তি, দেশের সংস্কৃতি উজ্জ্বল করে বলে মত তাদের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার কাউন্সিলর মোর্শেদ আলম, প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ, বিডি এলিট ক্লাবের বদিউজ্জামান বাবু, লাল মোহাম্মদ, রিসাদ বিন আবদুল্লাহ হৃদয়, শেখ জহির, রাছেল খান, এম এ রনি, আব্দুল্লাহ আল মামুন, তারিকুল আলম চৌধুরী অভি, নাদিম খান, আশরাফুজ্জামান রনি, রোহান আহমেদ শামীম, সাইফুল ইসলাম, রিয়াজ উদ্দিন ফাহাদী, নাজমুস সাকিব, লাল্টু বিশ্বাস, ফরিদুল ইসলাম, নুরুল ইসলাম, সোহাগসহ আরও অনেকে।