Last Updated on 5 months by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইনকিলাব মঞ্চে যুক্ত হওয়ার আহ্বান করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) গনমাধ্যমকে দেওয়া এক বিজ্ঞাপ্তিতে এই আহ্বান করেন সংগঠনটি। এছাড়াও ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে আহ্বানের পোস্ট দেখা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ইনকিলাব মঞ্চ, যা একটি অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে নিয়োজিত, এখন মালয়েশিয়ায় এর কার্যক্রম আরও বিস্তৃত করতে আগ্রহী।
বিজ্ঞাপ্তিতে আরও বলা হয়, “আমরা সকল আধিপত্যবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে ন্যায়বিচার ভিত্তিক নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছি। ইনসাফ ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে ইনকিলাব মঞ্চ, যা সংস্কৃতি, সাহিত্য, গবেষণা এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে পরিবর্তন আনতে চায়। আমাদের কার্যক্রমের মধ্যে রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গবেষণা কর্মশালা, সাহিত্য পাঠচক্র এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম। যদি আপনি বিশ্বাস করেন যে স্বাধীনতা, ন্যায়বিচার ও সার্বভৌমত্ব রক্ষার এই আন্দোলনে আপনার অবদান রাখার সুযোগ রয়েছে, তবে এখনই আমাদের সাথে যুক্ত হোন। মালয়েশিয়ায় বসবাসকারী যে বাংলাদেশি ভাই-বোনেরা ইনকিলাব মঞ্চের সাথে একাত্ম হয়ে কাজ করতে ইচ্ছুক, তাদের আমরা স্বাগত জানাই।”
ইনকিলাব মঞ্চের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হতে ফরম পূরণ করার ব্যাপারে নির্দেশনা দিয়ে বিজ্ঞাপ্তিতে বলা হয়, “আমাদের লক্ষ্য এক নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, যেখানে মানুষ স্বাধীনভাবে চিন্তা করতে পারবে, ন্যায়বিচার পাবে এবং সার্বভৌমত্বের ভিত্তিতে আত্মমর্যাদায় জীবনযাপন করতে পারবে। আপনার আগ্রহ প্রকাশ করতে এবং ইনকিলাব মঞ্চের বিভিন্ন কার্যক্রমে যুক্ত হতে অনুগ্রহ করে নিচের ফরমটি পূরণ করুন।“
ফরম লিংক: https://docs.google.com/forms/d/1qTUr7Hf0F1Pe2gg62XMgz0fr3aX96oCF3qJFmbwf–A/viewform?edit_requested=true&fbclid=IwY2xjawJTGMNleHRuA2FlbQIxMQABHS9Gwt8W0cNWYcDjOpFnw8DAdU5dicsB4HM2hSzqnYe20o3U_VAmqKhPTg_aem_JgRupCKkYjrbbzWPkVS1Rw
Facebook: https://www.facebook.com/inqilabmoncho
ইনকিলাব মঞ্চে যুক্ত হয়ে এই আন্দোলনকে শক্তিশালী করার আহ্বান এবং একসাথে গড়ে তুলতে ন্যায়বিচার ও স্বাধীনতার ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়ার ব্যক্ত করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে ।