সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় প্রযুক্তি উদ্ভাবন প্রতিযোগিতায় চমক দেখালেন বাংলাদেশের মুশফিক

Last Updated on 3 weeks by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক পর্যায়ের শেল সালামাত সাম্পাই ভার্সিটি চ্যালেঞ্জ ২০২৫-এ বাংলাদেশের শিক্ষার্থীরা গৌরবোজ্জ্বল সাফল্য অর্জন করেছে।

সড়ক নিরাপত্তা বিষয়ক এ প্রতিযোগিতায় মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিয়ে উদ্ভাবনী প্রযুক্তি প্রদর্শন করেন। উদ্যোগটি সড়ক দুর্ঘটনা হ্রাস ও নিরাপদ সড়ক সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেছেন।

এবারের প্রতিযোগিতায় মোট ৪৫টি প্রকল্প জমা পড়ে। এর মধ্যে ১০টি বিশ্ববিদ্যালয়ের ২০টি প্রকল্পকে প্রোটোটাইপ তৈরির জন্য নির্বাচিত করা হয়। মালয়েশিয়ার ইউসিএসএআই ইউনিভার্সিটি থেকে অংশ নেওয়া “হ্যাপি মিল” দল তাদের উদ্ভাবনী প্রকল্প ভিসি+ (Visi+) উপস্থাপন করে।

প্রকল্পটি একটি স্মার্ট ডিভাইস, যা লরি-সহ বড় যানবাহনে ব্যবহার করা সম্ভব। এতে LiDAR এবং Arduino প্রযুক্তি ব্যবহার করে গাড়ির উচ্চতা ও সামনের ওভারহেড (উপরের) বাধা শনাক্ত করা যায়। কোনো ঝুঁকির সম্ভাবনা থাকলে এটি চালককে আলো ও শব্দের মাধ্যমে সতর্কবার্তা প্রদান করে, ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

অসাধারণ উদ্ভাবনী চিন্তাধারা ও কার্যকর প্রেজেন্টেশনের মাধ্যমে হ্যাপি মিল” দলটি ২য় রানারআপ হয়ে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে।

এই দলের অন্যতম নেতা ছিলেন মুশফিকুর রহমান, ইউসিএসএআই ইউনিভার্সিটির একজন মেধাবী শিক্ষার্থী। তিনি একইসাথে বাংলাদেশি ইউথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম)-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশি শিক্ষার্থীদের এই সাফল্য কেবল তাদের মেধা ও দক্ষতার স্বীকৃতিই নয়, বরং আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী করেছে বাংলাদেশের অবস্থানকে।

Reendex

Must see news