Last Updated on 2 years by admin
জুম্মান হোসেন, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় ৯৪ বাংলাদেশিসহ ৫৩০ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। শুক্রবার গভীর রাতে সেলাঙ্গর রাজ্যের সেরিকেমবাঙ্গান পাইকারি বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। দেশটির গণমাধ্যম দ্য স্টার এ খবর প্রকাশ করেছে।
আটকদের মধ্যে ৫০৪ জন পুরুষ ও ২৬ জন নারী রয়েছেন। এদের মধ্যে মিয়ানমারের ২৮৮ জন, বাংলাদেশের ৯৪ জন, ভারতের ৭২ জন, ইন্দোনেশিয়ার ৩৯, নেপালের ১৫ জন, নেপালের ১৫ জন, শ্রীলঙ্কার ৯ জন, পাকিস্তানের ৬ জন ও ভিয়েতনামের ১ জন নাগরিক রয়েছে।
সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামারউদ্দিন জানান, আটক ব্যক্তিদের বৈধ কাগজপত্র আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এছাড়া, এই অভিযানে অভিবাসন বিভাগ ছাড়াও আরো কয়েকটি সংস্থার সদস্যরা অংশ নেয়।
এর আগে গত সপ্তাহে ৭ বাংলাদেশিসহ ১০৮ অবৈধ অভিবাসীকে আটক করে দেশটির অভিবাসন বিভাগ। গত ২৭ জানুয়ারি স্থানীয় সময় ভোরে কুয়ালালামপুরের পাইকারি বাজার সেলায়াংয়ে অভিযানে চালিয়ে তাদের আটক করা হয়।