Last Updated on 1 month by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় বাংলাদেশী এক শ্রমিককে নির্মমভাবে নির্যাতন করে খুনের দায়ে সে দেশের এক নিয়োগকর্তাকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৮ আগষ্ট) বিচারক সু তিয়াং জু ২০১৮ সালের ডিসেম্বরে ৩২ বছর বয়সী বাংলাদেশী নাগরিক মো: ওবায়দুলকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়ার পর ২৮ বছর বয়সী মালয়েশিয়ান মোহাম্মদ আমির আমজার মোহাম্মদ আসপারের বিরুদ্ধে এই রায় দেন।
গত সাত বছর আগে মালয়েশিয়ার সুঙ্গাই কিন্তায় এক পা মোটরসাইকেলের সাথে বাঁধা অবস্থায় বাংলাদেশী ওবায়দুলের লাশ উদ্ধার করেছিল স্থানীয় পুলিশ।
অভিযোগ অনুসারে, ওই খুনি আমির আমজার, যার বয়স তখন ২১ বছর ছিল, তখন সে সেন্ট্রাল পেরাক জেলার কাম্পুং গাজাহর সুঙ্গাই গালাহ এলাকার সুঙ্গাই কিন্তায়, ১৫ ডিসেম্বর, ২০১৮ তারিখে রাত ৮:২০ থেকে ১০:২৫ এর মধ্যে ওবায়দুলকে হত্যা করেছিলেন বলে প্রমাণ পাওয়া গেছে।
মামলার শেষে তার রায়ে বিচারক তিয়াং জু বলেছেন খুনি অত্যন্ত নিষ্ঠুরভাবে তাকে তিলে তিলে হত্যা করেছে, ভিকটিমের মৃত্যু হঠাৎ ঘটেনি, বরং অভিযুক্ত খুনি প্রমাণ নষ্ট করার জন্য তাকে নদীর তীরে নিয়ে তার গলা কেটে হত্যা নিশ্চিত করেছে।
এর আগে, ভুক্তভোগীর ভাই, ৩৭ বছর বয়সী মো: হোসেন খান আদালতে এক জবানবন্দীতে বলেছিলেন, মো: ওবায়দুল ছয় ভাইবোনের মধ্যে তৃতীয় সন্তান এবং বাবা-মা উভয়ই এখনো বেঁচে আছেন। তারা এখনো শোকে পাথর। ওবায়দুল চার বছর ধরে খুনির কোম্পানিতে কাজ করছিল। আর এক বছর পর ওবায়দুল দেশে গিয়ে বিয়ে করার কথা জানিয়েছিল এবং সে অনুযায়ী বিয়ের প্রস্ততিও নিচ্ছিল পরিবার। ওবায়দুলের আয়ের ওপর বাবা-মাসহ পুরো পরিবার নির্ভর ছিল।
মো: হোসেন আরো বলেন, নিয়োগকর্তা তাকে রক্ষা করার কথা; সে কি না নির্মমভাবে কষ্ট দিয়ে তাকে হত্যা করেছে; এর শোক পরিবার এখনো ভুলতে পারছে না।
মামলা পরিচালনা করেন ডেপুটি পাবলিক প্রসিকিউটর গীতা জোরা সিং, এবং অভিযুক্তের প্রতিনিধিত্ব করেন আইনজীবী ভি. সান্থিরান। ৬ জানুয়ারি ২০২০ তারিখে শুরু হওয়া এ মামলায় বিচার চলাকালীন মোট ২৪ জন রাষ্ট্রপক্ষের সাক্ষী এবং একজন আসামিপক্ষের সাক্ষী সাক্ষ্য দিয়েছেন।