সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনারের সাথে এমবিএফএ’র সৌজন্য সাক্ষাৎ

Last Updated on 7 days by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অভিজ্ঞ কূটনীতিক মঞ্জুরুল করিম খান চৌধুরী।

শুক্রবার (৩১ অক্টোবর) হাইকমিশন প্রাঙ্গণে মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশনের (এমবিএফএ) নির্বাহী কমিটির সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় মিলিত হন তিনি।

বৈঠকে বাংলাদেশের আন্তর্জাতিক ব্র্যান্ডিং সম্ভাবনা জোরদারসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এসময় দুই পক্ষ মালয়েশিয়ায় বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি আরও জোরালো করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনায় বিশেষ করে সংস্কৃতি, ব্যবসা, শিক্ষা, উদ্ভাবন ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের সাফল্যকে বিশ্বমঞ্চে যথাযথভাবে উপস্থাপনের বিষয়ে আলোকপাত করা হয়।

হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী এমবিএফএ’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন, মালয়েশিয়ায় বাংলাদেশের ব্র্যান্ডিংয়ে সংগঠনটি অত্যন্ত প্রশংসনীয় ভূমিকা পালন করছে। বিশেষ করে ‘বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল’কে তিনি একটি সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ হিসেবে বিবেচনা করেন।

এছাড়া তিনি মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটির শিশু কিশোরদেরকে ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করতে এমবিএফএ এর বাংলা স্কুল ‘আর্ট, কালচার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম’ কার্যক্রমে হাইকমিশনের সহযোগিতা আরও জোরদার করার আশ্বাস দেন।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা, শ্রম কাউন্সেরল সৈয়দ শরিফুল ইসলাম, কাউন্সেলর মো. মুর্শেদ আলম (কনস্যুলার), ফার্স্ট সেক্রেটারি প্রণব কুমার ঘোষ (বাণিজ্য) এবং ফার্স্ট সেক্রেটারি সুফি আব্দুল্লাহিল মারুফ (প্রেস)।

এছাড়া এমবিএফএ’র পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রেসিডেন্ট প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শহিদুল হাসান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাফর ফিরোজ, স্থানীয় সম্পর্ক উন্নয়ন বিষয়ক প্রধান মো. মাসুদুর রহমান, সদস্যপদ ও কল্যাণ বিষয়ক প্রধান মাহফুজ কায়সার আপু, ব্যবসা ও অংশীদারিত্ব বিষয়ক প্রধান মো. কাজী নজরুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক প্রধান ডা. মোহুয়া রায় চৌধুরী এবং চেয়ারপার্সন, উইমেন ওয়েলফেয়ার উইং বেদৌরা নাজনীন ঈষিতা।

আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠকটি অনুষ্ঠিত হয়। উপস্থিত সবাই আশা প্রকাশ করেন, এই মতবিনিময় ভবিষ্যতে বাংলাদেশ–মালয়েশিয়া সম্পর্ককে আরও গভীর, ফলপ্রসূ ও দীর্ঘমেয়াদে টেকসই সহযোগিতায় পরিণত করবে।