সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্যোগে ইজ্জান গ্লোবাল ফুটসাল টুর্নামেন্ট

Last Updated on 2 days by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশি ইয়ুথ অ্যালায়েন্স মালয়েশিয়া (বিয়াম) সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টার কমিটি আয়োজন করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ফুটসাল উৎসব “ইজ্জান গ্লোবাল ফুটসাল টুর্নামেন্ট ২০২৫”।

আগামী ২১ ডিসেম্বর (রোববার) কুয়ালালামপুরে ১০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।

গত বুধবার (১০ ডিসেম্বর) কুয়ালালামপুরের একটি অভিজাত হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বিয়াম নেতৃবৃন্দ জানান, এ টুর্নামেন্ট শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয় বরং মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব, সাংস্কৃতিক বিনিময় এবং সুস্থ প্রতিযোগিতার চেতনা জাগিয়ে তোলার এক বড় উদ্যোগ।

সিটি ইউনিভার্সিটি (স্বাগতিক), ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া (IIUM), UPM, মাহসা, সাইবারজায়া, UCMI, আলফা, এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি (APU), লিংকন ইউনিভার্সিটি এবং জিওমেটিকা ইউনিভার্সিটি অংশগ্রহণ করবে এই ফুটসাল টুর্নামেন্টে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিয়াম এর সেক্রেটারি ও টুর্নামেন্ট ইভেন্ট কোঅর্ডিনেটর মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, বিয়াম সবসময়ই একাডেমিক উন্নয়ন, ক্রীড়া, সংস্কৃতি এবং ক্যারিয়ার ডেভেলপমেন্টে কাজ করে যাচ্ছে। এই টুর্নামেন্টের মাধ্যমে মালয়েশিয়ায়ও আমরা বাংলাদেশের ইতিবাচক সংস্কৃতি ও ক্রীড়া চেতনাকে তুলে ধরতে চাই।

টুর্নামেন্টটির পৃষ্ঠপোষকতায় রয়েছে উচ্চশিক্ষা ও ভ্রমণ সেবাদাতা প্রতিষ্ঠান টি এস ট্যুর্স অ্যান্ড ট্রাভেলস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজ্জান গ্লোবাল এর ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল আহমেদ। তিনি বলেন, আমরা চাই প্রতি বছর নিয়মিতভাবে এ আয়োজন হোক। খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশ, দলগত চেতনা ও শৃঙ্খলা ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিয়াম কেন্দ্রীয় কমিটির সভাপতি বশির ইবনে জাফর, ইউপিএম বাংলাদেশি কমিউনিটির উপদেষ্টা সাদি, বিয়াম সিটি ইউনিভার্সিটি চ্যাপ্টারের সভাপতি মোহাইমিনুল ইসলাম রাতুল, মালয়েশিয়া বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব বিসিপিএম এর সদস্যবৃন্দ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

আসন্ন ফুটসাল টুর্নামেন্টকে ঘিরে বাংলাদেশি শিক্ষার্থীদের মাঝে ইতোমধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সবাই এখন মাঠে রোমাঞ্চকর লড়াইয়ের অপেক্ষায়।