সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহনে চলছে ইউপিএম – এর মেলা

Last Updated on 2 months by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় অধ্যায়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণের মাধ্যমে গত ২১ সেপ্টেম্বর সকাল ১১ টা থেকে শুরু হয়েছে ইউপিএম-এর ১০০তম MAHA (মালয়েশিয়া এগ্রিকালচার, হর্টিকালচার এবং এগ্রোট্যুরিজম এক্সপো) ২০২৪। মেলাটি প্রতি ২ বছর পরপর অনুষ্ঠিত হয় ।

ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার (UPM) এর আয়োজনে এবং বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশন মালয়েশিয়া (BSOM)-এর সহযোগিতায় মেলাটি চলবে আগামী ৭ থেকে ১২ দিন পর্যন্ত।

BSOM-এর সভাপতি শাহ আহমেদ রেজা, UNITEN-এর সভাপতি আসিফ রহমান ভূঁইয়া ও (UPM) সভাপতি আদিবা আহমাদ সহ মেলায় উপস্থিত ছিলেন মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থীরা।

এছাড়াও বিভিন্ন দেশের শির্ক্ষার্থীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠান আরো বৈচিত্র্যময় ও প্রাণবন্ত করে তোলে।

MAHA এক্সপো মালয়েশিয়ার অন্যতম বৃহত্তম কৃষি, উদ্যানতত্ত্ব এবং পর্যটন প্রদর্শনী, যা স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কৃষি উন্নয়ন ও উদ্ভাবনী প্রযুক্তি উপস্থাপন করে। ১০০তম এই মেলাটি বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে, যেখানে তারা মালয়েশিয়ার সমৃদ্ধ কৃষি শিল্পের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি একে অপরের সাথে মেলবন্ধন তৈরি করেছে ।