সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৩ অভিবাসী আটক

Last Updated on 1 year by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার অভিবাসন বিভাগ সেলাঙ্গর রাজ্যের কয়েকটি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বাংলাদেশিসহ ৯৩ অভিবাসীকে আটক করেছে। আটকদের মধ্যে চার মাস বয়সি শিশুও রয়েছে। তবে ইমিগ্রেশন বিভাগ কারও নাম-পরিচয় প্রকাশ করেনি ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে রাজ্যের আমপাং জায়ার তামান দাগাংয়ের পিকেএনএস অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে ৯৩ জন অভিবাসীকে আটক করা হয়।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের প্রধান পরিচালক দাতো জাকারিয়া বিন শাবান, শুক্রবার (৬ ডিসেম্বর) এক বিবৃতিতে এসব তথ্য জানান ।

বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৮৯ প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাইয়ের পর ৯৩ জনকে আটক করা হয়।

তাদের মধ্যে বাংলাদেশি ছাড়াও ইন্দোনেশিয়া, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন। তাদের মধ্যে চার মাস বয়সী শিশুও রয়েছে। তাদের ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য।