সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় বিএনপির প্রাথমিক সদস্যপদ নিবন্ধন কর্মসূচির উদ্বোধন

লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে প্রাথমিক সদস্যপদ নিবন্ধন কর্মসূচির উদ্বোধন করেন

Last Updated on 5 days by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: প্রবাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–র সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমকে আরও সহজ ও আধুনিক করার লক্ষ্যে অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন অনুষ্ঠান ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০২ নভেম্বর) মালয়েশিয়া সময় রাত ৮টায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানটি হয় কুয়ালালামপুরের অভিজাত জি-টাওয়ারের একটি সুসজ্জিত হলরুমে। প্রবাসী নেতাকর্মীদের ঢল নামে সেখানে। বিভিন্ন রাজ্য শাখা, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান প্রবাসীদের দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরে প্রশংসা করেন এবং সকল প্রবাসীকে শুভেচ্ছা জানান।

তিনি বলেন, আগামী জাতীয় নির্বাচনে দলের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি আরও জানান, জনগণের রায় পেলে বিএনপি সরকার গঠন করে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগ আরও সহজ ও প্রযুক্তিনির্ভর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা জোরদার করার ওপর গুরুত্ব আরোপ করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অনলাইনে সদস্য নিবন্ধন ও সদস্য ফি পরিশোধ পদ্ধতির ভিডিও প্রদর্শন করা হয়, যা প্রবাসীদের জন্য সদস্যপদ গ্রহণকে আরও সহজ করে তুলবে।

ভার্চুয়াল অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন বিএনপি মালয়েশিয়ার সেন্ট্রাল কমিটি ছাড়াও বিএনপি জোহর প্রদেশ, পেনাং/কেদাহ, মালাকা এবং অন্যান্য শাখা ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ। অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান সহ-সভাপতি তালহা মাহমুদ, ড. এস এম রহমান তনু এবং সাংগঠনিক সম্পাদক মির্জা সালাহ উদ্দিন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তালহা মাহমুদ, শাখাওয়াত হোসেন, আব্দুল জলিল লিটন, ড. এস এম রহমান তনু সহ-সভাপতি, ড. ওয়ালিউল্লাহ জাহিদ, ফজলুল করিম সোহরাব, কাজী সালাহ উদ্দিন সহ-সাধারণ সম্পাদক, মির্জা সালাহ উদ্দিন সাংগঠনিক সম্পাদক, আমিনুল ইসলাম রতন দপ্তর সম্পাদক, এস এম বশির আলম প্রচার সম্পাদক সহ শাখা ও অঙ্গ সংঠনের নেতৃবৃন্দ।