সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় ‘বিজয় উৎসব’-২০২৪ পালন করলো এনটিভি

Last Updated on 1 week by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: এনটিভি বিজয় উৎসব’ শিরোনামে মহান বিজয় দিবস উপলক্ষে মালয়েশিয়ার বিজয় উৎসব ও আইকনিক অ্যাওয়ার্ড এর আয়োজন করেছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি মালয়েশিয়া।

গত রবিবার (২২ ডিসেম্বর) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জালান আমপাংয়ে অবস্থিত পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ আয়োজন করা হয়।

দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি সংবাদ পাঠিকা শারমিন নাহার লিনার অনুষ্ঠান পরিচালনায় বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সহসভাপতি ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান এর সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া কুয়ান্তান রাজোর স্বনামধন্য ব্যাবসায়ী দাতো মিজান ও তার সহধর্মিনী দাতিন মারিয়াটি,ফ্লিম ডিরেক্টর পীযুষ সাহা ,ফ্লিম প্রোডিউচার সুকান্ত সুমন সহ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।

এনটিভি বিজয় দিবসের মূল আকর্ষণ ছিলো মালয়েশিয়া তামিল ডানন্স গ্রুপের বাংলা গানের নাচ আগত দর্শকদের নজর কাড়ে।

এ ছাড়াও বিজয় দিবস উপলক্ষে একই স্থানে আয়োজন করা হয়েছে মেলা। মেলার স্টলে নানান জিনিসের পসরা সাজিয়ে এসেছেন সৌখিন ব্যবসায়ীরা। স্টলগুলোতে পাওয়া যায় – দেশিয় খাবার, পোষাক, নানান ধরণের জিনিসপত্র।

এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, বিজয় দিবসের এ আয়োজনের মাধ্যমে আমরা প্রবাসে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশিদের মাঝে দেশিয় সংস্কৃতির বিস্তার ঘটাতে চাই। প্রবাসে থাকলেও বাংলাদেশিরা যাতে দেশিয় সংস্কৃতির মাঝেই থাকেন তার জন্য আমাদের এ আয়োজন।

সবশেষে এনটিভির বিজয় উৎসবে আইকনিক অ্যাওয়ার্ড এ ভূষিত হলেন যারা তারা হলেন- জনপ্রিয় সংগীত শিল্পী আরেফিন রুমি ,বাঁধন সরকার পূঁজা,বেস্ট বিডি টপ মডেল সৈয়দ রুমা ,বেস্ট বিডি টপ ইনফ্লুন্সার বারিশা হক ,বেস্ট জুয়েলারী ডিজাইনার সোনিয়া মোদী ,বেস্ট মডেল ও ফিল্ম একটর আসিফ,কলকাতার সেরা অভিনেতা বনি সেন গুপ্তা ,নীল ভরট্টচার্য্য, সেরা অভিনেত্রী সম্পন্না ,সেরা ভারতীয় অভিনেতা ও প্রযোজক চন্দ্রানী দাশ ,সেরা ডিজাইন ফটোগ্রাফার তানজিল জনি,সেরা ইন্ডিয়ান মডেল মধুমিতা গুপ্তা,মডেল আদ্রিজা আফরিন সিনথিয়া ,আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার সুমন হোসাইন ,আন্তর্জাতিক জুয়েলারী ডিজাইনার তাসনুভা খান ,মালয়েশিয়া বিডি মার্ট ব্র্যান্ড ওনার ডঃ ইন্নামা দিলশাদ আলম তনিমা,আরও অনেকে।

অনুষ্ঠানে শিল্পীদের হাতে আইকনিক অ্যাওয়ার্ড তুলে দেন আইকনিক অ্যাওয়ার্ড এর প্রতিষ্ঠা পিয়াল হাসান ও এনটিভি বিজয় উৎসবের আয়োজক এনটিভির সাংবাদিক কায়সার হামিদ হান্নান।

এনটিভি বিজয় দিবসের অনুষ্ঠানে মালয়েশিয়ায় প্রবাসী সাংবাদিকদের সম্মানিত করা হয়।

অনুষ্ঠানটি সফল করার জন্য কাজ করেছে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন-বিএসওএম’ ও বিয়াম।