Last Updated on 6 hours by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ : মালয়েশিয়ায় বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে কনস্যুলেট স্থাপনের মাধ্যমে সেবা বাড়ানোর দাবি জানিয়েছেন প্রবাসীরা।
জাতীয় প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আইয়ুব ভূঁইয়ার মালয়েশিয়া আগমন উপলক্ষ্যে বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাং এ বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া আয়োজিত এক আলোচনা সভায় এ দাবী তুলে ধরেন প্রবাসীরা।
বক্তারা বলেন, বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন মালয়েশিয়ার শ্রমবাজার। প্রায় ১৫ লক্ষ প্রবাসীদের এ শ্রমবাজারে সেবা দেয়া হচ্ছে কুয়ালালামপুরে অবস্থিত ৬০ থেকে ৭০ জন কর্মকর্তা-কর্মচারিদের দ্বারা। পেনাং, জহুর, পাহাংসহ বাংলাদেশী অধ্যুষিত রাজ্যগুলোতে কনস্যুলেট স্থাপন করলে প্রবাসীরা দারুনভাবে উপকৃত হবে বলেও মন্তব্য করেন, তারা।
এসময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় প্রেস ক্লাবে’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’র বার্তা সম্পাদক আইয়ুব ভূঁইয়া বলেন, “৫ আগষ্ট পট পরিবর্তনে প্রবাসীদের দারুন ভুমিকা রয়েছে। মুখে মুখে নয়, প্রবাসীদের পাসপোর্টসহ অন্যান্য সেবাপ্রাপ্তি সহজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
আইয়ুব ভূঁইয়া বলেন, “গেলো ১৫ বছরে সাংবাদিকতাকে জাদুঘরে পাঠানো হয়েছিলো। সেই পরিস্থিতি থেকে দেশ এবং প্রবাসের সকল সাংবাদিকদের বেরিয়ে আসার আহ্বান জানাই আমি।” সাংবাদিকদের ব্যাংকে কোটি টাকা পাওয়া প্রসঙ্গে তিনি বলেন “সাংবাদিক পরিচয় দিয়ে যারা অনৈতিক কর্মকান্ডের সঙ্গে জড়িত ছিলো তাদের অবস্থান এখন কাশিমপুর কারাগারে।”
বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া’র সভাপতি মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে ও যুগ্ন- সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কমিউনিটি নেতা মোহাম্মদ মোশারফ হোসেন, তালহা মাহমুদ, মির্জা সালাউদ্দিন, অধ্যাপক আব্দুর রহমান, কমিউনিটি প্রেস ক্লাবে’র সিনিয়র সহ- সভাপতি আমিনুল ইসলাম রতন, সহ- সভাপতি রফিক আহমদ খান, সাবেক প্রচার সম্পাদক খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, সদস্য আশরাফুল মামুন, ছাত্র প্রতিনিধি বশির ইবনে জাফর ।
কমিউনিটি প্রেস ক্লাবে’র সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাসের শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া আলোচনা সভায় এসময় আরো বক্তব্য রাখেন, ব্যবসায়ী মোঃ জাবেদ ও আইটিভি পরিচালক মইনুল ইসলাম তুন।
এসময় আরও উপস্থিত ছিলেন, কমিউনিটি নেতা কাজী সালাউদ্দিন, নুরে সিদ্দীকী সুমন, মোহাম্মদ আরিফ, আসাদুজ্জামান খান মাসুমসহ অনেকে।