সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় বিমান দুর্ঘটনায় পাইলটসহ নিহত ২

Last Updated on 7 months by admin

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার ক্লাং প্রদেশে বিমান দুর্ঘটনায় পাইলটসহ ২ জন নিহত হয়।

বিমানের ককপিটে পাইলট ও কো-পাইলটের লাশ পাওয়া গেছে, যা মাটিতে দুই মিটারের বেশি গর্ত তৈরি হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে কাপার ক্লাংয়ে বিধ্বস্ত বিমানের পাইলট এবং সহ-পাইলটের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

মালয়েশিয়ার সিভিল এভিয়েশন অথরিটি (CAAM) নিশ্চিত করেছে যে এয়ার অ্যাডভেঞ্চার ফ্লাইং ক্লাব দ্বারা পরিচালিত একটি BK160 গ্যাব্রিয়েল একটি বিনোদনমূলক ফ্লাইট দুপুর একটা ২৮ মিনিটে সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দর থেকে রওনা হয়েছিল। তারপর ১টা ৩৫ মিনিটে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সর্বশেষ যোগাযোগ করেছিল।

কুয়ালালামপুর সেলাঙ্গর পুলিশ প্রধান হুসেইন ওমর খান বলেন, তাদের মৃতদেহ বিকালে ককপিটে পাওয়া গেছে, যেটি মাটিতে দুই মিটারের বেশি চাপা পড়ে ছিল। লাশগুলো ক্লাংয়ের টেংকু আম্পুয়ান রহিমাহ হাসপাতালে (এইচটিএআর) পাঠানো হয়েছে ।