Last Updated on 6 days by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অভিযানে হুন্ডির ১২ লাখ রিংগিত অবৈধ অর্থ এবং হুন্ডি চক্রের মাস্টারমাইন্ডসহ ছয় বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৮ জুলাই) দেশটির বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদ প্রকাশ করেছে।
জানা গেছে, তাদের বিরুদ্ধে অভিযোগ দীর্ঘদিন ধরে অবৈধ হুন্ডি কার্যক্রম পরিচালনা করছিল বলে হাতেনাতে প্রমাণ পাওয়া গেছে। তবে ইমিগ্রেশন পুলিশ তাৎক্ষণিকভাবে গ্রেফতার হওয়া ব্যক্তিদের নাম ও পরিচয় প্রকাশ করেনি।
ইমিগ্রেশন পুলিশ জানায়, প্রায় দু’সপ্তাহ ধরে চলা গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই অভিযানের মূলহোতাকে শনাক্ত করে তাকেও গ্রেফতার করা হয়েছে। মূলহোতার সাথে এই চক্রের আরো পাঁচজন বাংলাদেশী সদস্যকে আটক করা হয়েছে যাদের বয়স ২৬ থেকে ৪৮ বছরের মধ্যে। এই হুন্ডি চক্রটি প্রায় এক বছর ধরে কুয়ালালামপুরের প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ার আলিশান অ্যাপার্টমেন্টে বসবাস করে বাংলাদেশী অভিবাসীদের লক্ষ্য করে অবৈধ অর্থ লেনদেন (হুন্ডি) কার্যক্রম পরিচালনা করে আসছিল।
আটক ছয় বাংলাদেশীর মধ্যে একজনের ওয়ার্ক পারমিট থাকলেও বাকি পাঁচজনের কোনো বৈধ পারমিট ছিল না। জব্দ করা ১২ লাখ রিংগিত অবৈধ অর্থ যা বাংলাদেশী টাকায় সাড়ে তিন কোটি টাকারও বেশি হবে। এসব অবৈধ লেনদেনের হিসাবের কাজে ব্যবহৃত হিসাব বই, দু’টি মোবাইল ফোন, হুন্ডি কার্যক্রমে ব্যবহৃত একটি (Perodua Alza) গাড়ি উদ্ধার করেছে পুলিশ।
তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অভিবাসন আইন অনুযায়ী মামলার প্রস্তুতি চলছে। তাদের পুত্রাজায়ার ইমিগ্রেশন দফতরে স্থানান্তর করে তদন্ত শুরু করা হয়েছে। চক্রটির সাথে সম্পৃক্ততার অভিযোগে একজন স্থানীয় নারী ও আরো দু’বাংলাদেশী পুরুষকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ ইস্যু করা হয়েছে।