সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় ৯০০ নিয়োগকর্তা গ্রেফতার

মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ ছবি-সংগৃহীত

Last Updated on 1 year by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় অবৈধ বিদেশিকর্মী নিয়োগ দেওয়ায় ৯০০ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ আগস্ট পর্যন্ত ১১ হাজার ৯০৩টি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

মহাপরিচালক রুসলিন জুসোহ সোমবার (১৯ আগস্ট) এক সংবাদ সম্মেলনে বলেন, ইমিগ্রেশন বিভাগের মূল কাজ হলো নিয়োগকর্তাকে চিহ্নিত করে আইনে আওতায় নিয়ে আসা। এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে তিনি মন্তব্য করেন।

মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেছেন, একজন মালয়েশিয়ান কোনোভাবেই অবৈধ বিদেশিকর্মী নিয়োগ করতে পারে না। তাদের উচিত বৈধকর্মী নিয়োগ করা। কিন্তু তারা অবৈধ বিদেশি কর্মীদের নিয়োগ করে। এমনকি তাদের আশ্রয় দেয়। এজন্য আমরা অভিযান পরিচালনা করে ৯০০ জন নিয়োগকর্তাকে গ্রেফতার করেছি।

তিনি বলেন, সম্প্রতি অবৈধ বিদেশিদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ পেয়েছি। অনেক বিদেশিকর্মী এদেশের রেস্তোরাঁয় কাজ করছে। আমরা যখন অভিযান পরিচালনা করি তাদের কোনো বৈধ কাগজপত্র পাই না। তারা বলে নিয়োগকর্তা দায়িত্ব নিয়েছে।

তিনি আরও বলেন, বিপুল সংখ্যক অবৈধ অভিবাসীদের যারা আশ্রয় ও কাজ দিচ্ছে তারা আমাদের দেশের জনগণ এবং নিয়োগকর্তা। তারা যদি তাদের আশ্রয় ও কাজ না দিত তাহলে এত সংখ্যক অবৈধ বিদেশি থাকতো না। এ বিষয়ে মালয়েশিয়ান নাগরিকদের সচেতন থাকতে হবে।

মহাপরিচালক বলেন, অবৈধ অভিবাসীকর্মী নিয়োগ ও আশ্রয় দিয়ে নিয়োগকর্তারা অনেক বড় ভুল করছে। ইমিগ্রেশন বিভাগ এ বিষয়ে মোটেই আপস করবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।