সময়ের জনমাধ্যম

মালয়েশিয়াসহ ৭ দেশে প্রবাসী ভোটার নিবন্ধন ফের চালু

Last Updated on 2 weeks by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: মালয়েশিয়াসহ সাত দেশে প্রবাসী ভোটার নিবন্ধন ফের চালু করল নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (২৯ নভেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘Postal Vote BD’ মোবাইল অ্যাপের মাধ্যমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান, বাহরাইন, কুয়েত ও মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি ভোটারদের নিবন্ধন কার্যক্রম পুনরায় শনিবার সকাল ৬টা থেকে চালু করা হয়েছে।

এতে ব্যালট পেতে পোস্টকোডসহ সঠিক ঠিকানা ব্যবহার করা, প্রয়োজনে বন্ধু/আত্মীয়ের ঠিকানা অথবা নিকটস্থ সুপরিচিত কোনো প্রতিষ্ঠান/ভবনের ঠিকানা ব্যবহার করার অনুরোধ জানিয়েছে ইসি।

Reendex

Must see news