সময়ের জনমাধ্যম

মালয়েশিয়া প্রবাসীদের উদ্যোগে তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপনে সংবাদ সম্মেলন

Last Updated on 3 months by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে বাংলাদেশের গণআন্দোলনে প্রবাসীদের সক্রিয় ভূমিকা ও অবদানের স্বীকৃতি স্বরূপ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্প্রতি এক বক্তব্যে বিশ্বব্যাপী প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন।

তাঁর এই বক্তব্যের প্রতি কৃতজ্ঞতা জানাতে মালয়েশিয়া প্রবাসীদের উদ্যোগে কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বিশিষ্ট ব্যবসায়ী এম রহমান রাজিব ও চিত্র নির্মাতা ও লেখক জাফর ফিরোজ এর উদ্যোগে- বুকিট বিন্তাংয়ের ভি আই পি পিঠা ঘরের হলরুমে স্থানীয় সময় রোববার (১০ আগস্ট) সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি, বিশ্ববরেণ্য ব্যবসায়ী ও কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার বাদলুর রহমান খান।

শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ২০২৪ সালের জুলাই/আগষ্ট আন্দোলনের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রবাসীদের মনোবল জোগাতে ও দেশপ্রেমে উজ্জীবিত করতে তারেক রহমানের মূল্যবান বক্তব্য অনন্য প্রেরণার উৎস। প্রবাসীরা অর্থ, সময় ও শ্রম দিয়ে আন্দোলন সফল করতে অবদান রেখেছেন।” তিনি আরও উল্লেখ করেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রবাসে শ্রমিক রপ্তানির সূচনা করেছিলেন। বিএনপি সরকার প্রবাসীদের জন্য সব সুযোগ-সুবিধা বহাল রেখেছে এবং ভবিষ্যতেও প্রবাসীদের সকল সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ব্যবসায়ী এস এম বশির আলম। উদ্যোক্তা এম রহমান রাজিব ও জাফর ফিরোজ বলেন, প্রবাসীরা শুধু রেমিট্যান্স যোদ্ধা নয়, দেশের ভবিষ্যতের সহ-নির্মাতা। তারেক রহমান যে স্বীকৃতি দিয়েছেন, তা আমাদের দীর্ঘদিনের ত্যাগের ন্যায্য সম্মান। আমরা চাই, প্রধানমন্ত্রী হলে তিনি প্রবাসীদের নীতি-নির্ধারণে অংশীদার করবেন।

সংবাদ সম্মেলনে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব বিসিপিএম-এর সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতন। দেশের জনগণ ও প্রবাসীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন ব্যবসায়ী ও কমিউনিটি নেতা তালহা মাহমুদ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা ও ব্যবসায়ী আব্দুল জলিল লিটন, এস এম রহমান তনু, এম জে আলম, মোয়াজ্জেম হোসেন নিপু, কাজী সালাহ উদ্দিন, মোঃ জসিম উদ্দিন, মঞ্জ খা, জাকির হোসেন, আনোয়ার হোসেন সেলিম, শাহজাহান হাওলাদার, রমজান আলি, আলি খান জুয়েল, নূরে সিদ্দিকী সুমন, আলামিন মোল্লা, আসাদুজ্জামান মাসুম, আমিনুল ইসলাম বিপ্লব, হাসিবুর রহমান শান্ত, কে এ সবুজ, ইমন, হেলাল শিকদার, আল-ইমরান, মারুফ ইলাহী, এম মোজাম্মেল হক প্রধান, জাকারিয়া, বাবু সরকার, শরিফ, ইসমাইল আকন্দ, হান্নান মল্লিক, মিন্টুসহ বিপুল সংখ্যক প্রবাসী।