Last Updated on 6 days by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় প্রবাসীদের নিয়ে অনুষ্ঠিত বিডি অ্যাক্সপ্যাটস ক্রিকেট টুর্নামেন্ট জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে কুয়ালালামপুরের অদূরে ইউকেএম ক্রিকেট ওভালে অনুষ্ঠিত ফাইনালে প্রবাসী বাংলাদেশিদের সমন্বয়ে গঠিত পেনাং গ্লাডিয়েটর দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। রানারআপ হয় পুত্রাজায়া ক্রিকেট টিম।
ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে পেনাং গ্লাডিয়েটর ১৬ ওভারে ৭ উইকেটে ২৩২ রানের বিশাল সংগ্রহ গড়ে। জবাবে পুত্রাজায়া ক্রিকেট টিম ১২ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৪ রান তুলতে সক্ষম হয়, ফলে পেনাং গ্লাডিয়েটর ১০৮ রানে জয়ী হয়।
পেনাং গ্লাডিয়েটরের হয়ে রায়হান হোসেন ১৫ বলে ৬১ রান করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। একই সঙ্গে টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরম্যান্সের জন্য তিনি ম্যান অব দ্য টুর্নামেন্টও হন। এছাড়া মারুফ মুক্তাদির ৩ ওভারে ৩৪ রানে ৩ উইকেট নেন। অন্যদিকে পুত্রাজায়া ক্রিকেট টিমের হয়ে সজীব খান সর্বোচ্চ ২৫ বলে ৫৬ রান সংগ্রহ করেন।

ফাইনাল খেলা শেষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট অধিনায়ক মুমিনুল হক, বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (পাসপোর্ট ও ভিসা) মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিন, বিডিএফসি’র উপদেষ্টা দাতো মোহাম্মদ মিজান, মালয়েশিয়ার নাগরিক ও ইউনিভার্সিটি অব মালায়ার অধ্যাপক দাতো ড. আলিয়াস বিন আবদুল্লাহ এবং এশিয়া স্কুল অব বিজনেসের কর্পোরেট ডিরেক্টর কৃতিকা পারমার সহ বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডি স্পোর্টস ম্যানেজমেন্ট সার্ভিসের সভাপতি মো. সাইফুদ্দিন, সহ-সভাপতি মো. রাফিজ রহমান রাসেল, বিডিএফসি’র সভাপতি আব্দুল মোবিন ভুঁইয়া, সহ-সভাপতি সোহাগ আহমেদ, সাধারণ সম্পাদক আলী আজগর মিলন, টুর্নামেন্ট পরিচালক মো. হাফিজুর রহমান, প্রযুক্তি পরিচালক জুবায়ের রহমান, এবং সংগঠক ইকবাল হোসেন ও শাহজাহান আলম এবং মিডিয়া সহযোগিতায় ছিলেন মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক বৃন্দ।
মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের প্রাণবন্ত অংশগ্রহণে ক্রিকেট উৎসব সফলভাবে সম্পন্ন হয়, সাথে উপস্থিত দর্শকদের মতামত জানতে চাইলে তারা বলেন, এই ধরনের উদ্যোগ যারা গ্রহণ করে এই ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন করেছেন তারা আসলেই প্রশংসা পাওয়ার যোগ্য এবং প্রবাসীরা আশাপোষন করেন খেলাধুলার পাশাপাশি অন্যান্য বিষয়ের উপর নজর দিতে যেন বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতি বিশ্ববুকে তুলে ধরা যায়।