Last Updated on 11 months by admin
জেলা প্রতিনিধি, জাজিরা নিউজ: মিয়ানমার থেকে ছোড়া আরও একটি মর্টারশেল মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে সীমান্তের ঘুমধুম এলাকায় এসে পড়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সীমান্ত এলাকার অনেক পরিবার অন্য জায়গায় আশ্রয় নিয়েছে।
সকাল সাতটা থেকে আবার শুরু হয় তুমব্রূ সীমান্তের ওপারে গোলাগুলি। সোমবার রাতে মিয়ানমারের ফাইটার প্লেন থেকে গোলা বর্ষণে তুমব্রূ ও ঘুমধুম সীমান্তের বেশ কিছু ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ওপারে মিয়ানমারের ঢেঁকিবনিয়া সীমান্তচৌকি। এ চৌকির দখলকে কেন্দ্র করে বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মি (এএ) ও মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) মধ্যে রোববার রাত ১১টা থেকে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের ঘটনা ঘটে চলেছে।
মিয়ানমার সীমান্তের ওপার থেকে আসা মর্টার শেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। তাকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে প্রতিবাদ জানাবে বাংলাদেশ।