সময়ের জনমাধ্যম

মিরপুর জাতীয় চিড়িয়াখানায় হাতির আঘাতে মাহুতের ছেলের মৃত্যু

চিড়িয়াখানায় হাতি। ফাইল ছবি: জাজিরা নিউজ

Last Updated on 6 months by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানীর মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় হাতির আঘাতে জাহিদ নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন সকাল ১১টায় এ ঘটনা ঘটে।

চিড়িয়াখানার পরিচালক ড. মো. রফিকুল ইসলাম তালুকদার বলেন, আমাদের আজাদ আলী নামের একজন হাতির মাহুত আজ সকাল ১১টায় তার ছেলে জাহিদকে নিয়ে হাতির বেষ্টনীর ভেতরে প্রবেশ করেন। ওই সময় হাতির পরিচর্যা করা হচ্ছিল। হঠাৎ করে নতুন একজনকে দেখে হাতিটি ঘাবড়ে গিয়ে আতর্কিতভাবে তার ওপর আক্রমণ করে। হাতিটি মাহুতের ছেলেকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় দেয় বলে জেনেছি ।

তিনি বলেন, চিড়িয়াখানা কর্তৃপক্ষকে না জানিয়ে আহত ছেলেকে নিয়ে চিকিৎসার জন্য রওনা দেন। পথিমধ্যে ছেলে মারা গেলে লাশ নিয়ে গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়ার উদ্দেশে রওনা দেন মাহুত।সাধারণত মাহুতের নিয়ন্ত্রণে থাকে এবং তার নির্দেশনাও মানে হাতি। আর এই মাহুত ছাড়া বেষ্টনীর ভেতরে অন্য কারও প্রবেশ নিষেধ।

রফিকুল ইসলাম বলেন, তিনি সম্ভবত চাকরি হারানোর ভয় করেছিলেন। কিন্তু তার উচিত ছিল আমাদের জানানোর।

তিনি আরও বলেন, চিড়িয়াখানার প্রাণীদের পরিচর্যাকারীদের নির্দেশনা দেওয়া আছে, কি কি করা যাবে না। এখন আমরা আবারও সবাইকে নিয়ে কাউন্সিলিং করবো।

উল্লেখ্য, গত বছরের জুনে চিড়িয়াখানায় হায়নার কামড়ে একটি শিশুর হাত থেকে কবজি বিচ্ছিন্ন হয়।

Reendex

Must see news