সময়ের জনমাধ্যম

মুদ্রাস্ফীতি কমলেও দেশে দারিদ্র্যের হার বেড়েছে, কর্মসংস্থান কমেছে : বিশ্বব্যাংক

Last Updated on 2 weeks by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: চলতি অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি প্রায় ৪ দশমিক ৮ শতাংশ হতে পারে। এছাড়া দেশে দারিদ্র্যের হার বাড়ার পাশাপাশি ভালো নেই কর্মসংস্থানের বাজারও।

২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে দারিদ্র্যের হার বেড়েছে এবং শ্রমশক্তিতে অংশগ্রহণ কমে ৬০.৯ শতাংশ থেকে ৫৮.৯ শতাংশে নেমে এসেছে। একই সঙ্গে নতুনভাবে শ্রমবাজারের বাইরে থাকা ৩০ লাখ কর্মক্ষম জনগণের মধ্যে প্রায় ২৪ লাখই নারী।

মঙ্গলবার (৭ অক্টোবর) সংস্থাটির ঢাকা অফিসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রকাশ করা হয়। এসময় বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর নিযুক্ত জ্যঁ পেম উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে বলা হয়, কর্মসংস্থানের অবস্থা ২০২৪ থেকে ২০২৫ অর্থবছরে অবনতি ঘটেছে। অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি ও নারী শ্রমশক্তির অংশগ্রহণ হ্রাসের ফলে সামগ্রিক শ্রমবাজারে নেতিবাচক প্রভাব পড়েছে। ২০২৫ অর্থবছরে জাতীয় দারিদ্র্যের হার বেড়ে ২১ দশমিক ২ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২৪ অর্থবছরে ছিল ২০ দশমিক ৫ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে দারিদ্র্য বেড়েছে প্রায় ০.৭ শতাংশ পয়েন্ট।

২০২৩ থেকে ২০২৪ সালের মধ্যে শ্রমশক্তিতে অংশগ্রহণের হার ৬০.৯ শতাংশ থেকে কমে ৫৮.৯ শতাংশে নেমে এসেছে। এই পতনের প্রধান কারণ হলো নারীদের অংশগ্রহণ হ্রাস। কর্মক্ষম জনগোষ্ঠীর বাইরে বেড়েছে নারী সংখ্যা।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, অতিরিক্ত ৩০ লাখ কর্মক্ষম মানুষ শ্রমবাজারের বাইরে চলে গেছেন, যার মধ্যে প্রায় ২৪ লাখই নারী। এটি নারীদের কর্মসংস্থান সংকটে পড়ার এক উদ্বেগজনক চিত্র তুলে ধরে।

এসময়কালে মোট কর্মসংস্থান প্রায় ২০ লাখ কমে গেছে, ফলে মোট কর্মরত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৯১ লাখে (৬৯.১ মিলিয়ন)।

এর ফলে কর্মসংস্থান-জনসংখ্যা অনুপাত ২.১ শতাংশ পয়েন্ট কমে ৫৬.৭ শতাংশে নেমে এসেছে।

অর্থনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে ব্যাংকিং খাতের দুর্বলতা এখনও উদ্বেগের বিষয়। খেলাপি ঋণ মূল চ্যালেঞ্জ হিসেবে রয়েছে। মূলধন-ঝুঁকি-ভারিত সম্পদের অনুপাত ৬ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে, যা ন্যূনতম ১০ শতাংশের অনেক নিচে। সরকারের পক্ষ থেকে দুর্বল ব্যাংকগুলো মার্জ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের শাসনব্যবস্থা এবং পরিচালনাগত স্বাধীনতা শক্তিশালী করার পাশাপাশি ব্যাংকের কর্পোরেট শাসনের জন্য আইনি কাঠামো উন্নয়নের প্রচেষ্টা চলছে। এছাড়া আমানত সুরক্ষা ব্যবস্থা উন্নত করার এবং জরুরি তরল্য সহায়তা কাঠামো চালু করার প্রস্তুতিও নেওয়া হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি সামান্য হ্রাস পেয়ে ৪ দশমিক ০ শতাংশে দাঁড়িয়েছে, যা ২০২৪ সালে ছিল ৪ দশমিক ২ শতাংশ। দুর্বল বিনিয়োগের কারণে বৃদ্ধি মাত্র ০ দশমিক ৮ শতাংশ হয়েছে। রাজনৈতিক অনিশ্চয়তা ও ব্যবসায় পরিচালনার উচ্চ ব্যয়ের কারণে বেসরকারি বিনিয়োগ কমে গেছে, আর সরকারি বিনিয়োগও হ্রাস পেয়েছে। এডিপি বাস্তবায়নেও ধীরগতি লক্ষ্য করা গেছে।

প্রতিবেদনে কর-রাজস্ব বৃদ্ধির গুরুত্বও তুলে ধরা হয়েছে। বাংলাদেশের কর-জিডিপি হার দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় কম, যা টেকসই উন্নয়নের পথে বড় প্রতিবন্ধকতা হিসেবে দেখা দিচ্ছে।