সময়ের জনমাধ্যম

মুম্বাই অভিমুখে হাজারো মুসলিমের লংমার্চ, নেপথ্যে কি?

Last Updated on 2 months by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: সম্প্রতি ভারতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের হিন্দু ধর্মের এক প্রচারক। তাতে, সমর্থন জানায় রাজ্য বিজেপি’র এক বিধায়ক। আর এতেই ফুঁসে উঠেছেন হাজারো ভারতীয় মুসলিমরা। এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, মহানবী (সা.)-কে অবমাননার অভিযোগকে কেন্দ্র করেই এই লংমার্চ করেন মুসলিমরা। মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত মহারাষ্ট্রের এক্সপ্রেসওয়েগুলো। সেই মার্চে অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম।

ঘটনার শুরু হয় চলতি মাসের প্রথম দিকে। মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী (সা.) এবং ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ। যাতে সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা। শুধু তাই নয়, মসজিদে ঢুকে মুসলিমদের ওপর হামলা চালানোর হুমকি দেন কট্টর হিন্দুত্ববাদী এই নেতা।

Reendex

Must see news