সময়ের জনমাধ্যম

মুশফিকের শততম টেস্টে বিসিবির বিশেষ উপহার

বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, মুশফিকের শততম টেস্টে ক্যাপ উপহার দেন।

Last Updated on 4 weeks by zajira news

মুশফিকের শততম টেস্টে ক্যাপ উপহার দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: বাংলাদেশ ক্রিকেটের এক ঐতিহাসিক দিনে জাতীয় দলের উইকেটকিপার–ব্যাটার মুশফিকুর রহিম পেলেন তার শততম টেস্টকে ঘিরে বিশেষ সম্মাননা।

বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তাকে বিশেষ ক্যাপ উপহার দেন বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

২০০৫ সালের ২৬ মে লর্ডসে হাবিবুল বাশারের হাতেই প্রথম টেস্ট ক্যাপ পেয়েছিলেন তরুণ মুশফিক। ঠিক দুই দশক পর সেই একই হাতে শততম টেস্টের স্মারক ক্যাপ গ্রহণ করলেন তিনি।

জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খানও মুশফিককে বিশেষ উপহার তুলে দেন। পাশাপাশি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও কোচ নাজমূল আবেদীন মুশফিকের হাতে স্মারক ক্রেস্ট তুলে দেন।

মুশফিকের প্রথম টেস্ট ও শততম টেস্ট—উভয় ম্যাচের সতীর্থদের স্বাক্ষর করা স্মারক জার্সি উপহার দেন নাজমুল আবেদীন ও হাবিবুল বাশার।

একটি ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দু’টি ম্যাচের স্মৃতিকে ধরে রাখার জন্য এটি বিশেষ সংগ্রহ হয়ে থাকবে।

শততম টেস্টের মাধ্যমে মুশফিক প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই মাইলফলকে পৌঁছাতে যাচ্ছেন। দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক যাত্রায় তার প্রতি সম্মান জানাতেই বিসিবি, সাবেক অধিনায়করা ও সতীর্থরা এ আয়োজন করে।

Reendex

Must see news