Last Updated on 9 months by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: যুক্তরাষ্ট্রের ভিসার কাজে জরুরি ভিত্তিতে দেশে ফিরতে হয়েছিল মুস্তাফিজুর রহমানকে। চেন্নাইয়ের হয়ে খেলতে পারেননি এক ম্যাচ। টানা দুই ম্যাচে হারের বৃত্তে ছিল তার দলও। আইপিএলে ফিরেই বল হাতে আবারও জ্বলে উঠলেন ফিজ।
৪ ওভার বল করে মাত্র ৫.৫ ইকোনমিতে ২২ রান খরচ করে তুলে নেন দুই উইকেট। এর মধ্যে ‘ডট ১৬টি ডেলিভারি। বাকি ৮টি ডেলিভারিতে দিয়েছেন এই ২২ রান। চারের মার হজম করতে হয়েছে মাত্র তিনটি। মোস্তাফিজুর রহমানের আইপিএলে ফেরাটা তাই ভালোই হলো।
তাঁর দল চেন্নাই সুপার কিংস যেহেতু জিতেছে, তাই মোস্তাফিজের আনন্দ আরও বেশি হওয়াই স্বাভাবিক। যুজবেন্দ্র চাহালকে টপকে চলতি আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার এখন টাইগার এই পেসার।
মুস্তাফিজের চূড়ায় ওঠার দিনে হেসেখেলে জয় পেল চেন্নাই। অন্যদিকে জয়ের হ্যাটট্রিকে আসর শুরুর পর প্রথম হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স।
আইপিএলে আজ টস জিতে কলকাতা নাইট রাইডার্সকে আগে ব্যাটিংয়ে পাঠায় চেন্নাই সুপার কিংস। টসের সময় চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় জানান, মোস্তাফিজ আজ খেলছেন। চেন্নাইয়ের মাঠ চিদাম্বরম স্টেডিয়ামে ব্যাটিংটা ভালো হয়নি নাইটদের।
অধিনায়ক শ্রেয়াস আইয়ারই শুধু ত্রিশোর্ধ্ব রানের (৩৪) ইনিংস খেলতে পেরেছেন। সুনীল নারাইন ২৭ এবং অংকৃশ রঘুবংশী ২৪ রান করেন। ২০ ওভার খেলে ৯ উইকেটে ১৩৭ রানে থেমেছে কলকাতা। এই রান তাড়া করতে নেমে ১৪ বল হাতে রেখে ৭ উইকেটে জিতেছে চেন্নাই।
কলকাতার ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে নারাইন ও রঘুবংশীর ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৫৬ রানের জুটি। চেন্নাইয়ের হয়ে ৩৩ রানে ৩ উইকেট পেসার তুষার দেশপান্ডের। ১৮ রানে ৩ উইকেট রবীন্দ্র জাদেজার। মোস্তাফিজকে কলকাতার ইনিংসে ২য়, ৬ষ্ঠ, ১৮তম ও ২০তম ওভারে ব্যবহার করেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ।