সময়ের জনমাধ্যম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয় সাবেক সেনাকে মুক্তি দিল কাতার

ফাইল ফটো

Last Updated on 2 years by BISWAS

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বড় ধরনের কূটনৈতিক সাফল্য পেল ভারত। মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত দেশটির নৌবাহিনীর সাবেক ৮ কর্মকর্তাকে মুক্তি দিল কাতার। তাঁদের মধ্যে সাতজন এরইমধ্যে ভারতে ফিরেছেন। সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।

গুপ্তচরবৃত্তির অভিযোগে গত বছর ওই আট নৌ সেনাকে মৃত্যুদণ্ড দিয়েছিল কাতারের আদালত। সেই নির্দেশের পর থেকেই শুরু হয়েছিল দু’দেশের মধ্যে কূটনৈতিক টানাপড়েন৷ অবশেষে বিদেশের মাটিতে মোদী সরকারের কূটনীতির জয়৷ ভারতের অনুরোধেই মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ দেয় কাতার৷

ভারতীয় গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে ওই ভারতীয় নাগরিকদের মধ্যে একজন সাবেক ক্যাপ্টেনও ছিলেন যিনি একটি যুদ্ধজাহাজের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালের আগস্ট মাসে ওই সাবেক নৌ কর্মকর্তাদের কাতারের রাজধানী দোহায় গ্রেপ্তার করা হয়েছিল। গত অক্টোবরে কাতারের একটি আদালত গুপ্তচরবৃত্তির দায়ে তাদের মৃত্যুদণ্ড দেয়। এই খবরে ভারত খুবই মর্মাহত হয়। তবে ডিসেম্বরে এই শাস্তির মেয়াদ কমিয়ে আনা হয়। ভারতের ওই আটজন সাবেক নৌ কর্মকর্তা আল দাহরা নামক উপসাগরীয় এক কোম্পানিতে মহাকাশ, নিরাপত্তা ও প্রতিরক্ষা বিভাগের সাপোর্ট সলিউশনের কাজ করছিলেন।

ভারতের গণমাধ্যম দি হিন্দু জানায় তৃতীয় একটি দেশের হয়ে গুপ্তচরের কাজ করায় তাদের গ্রেপ্তার করা হয়েছিল। অন্যদিকে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে ওই কর্মকর্তাদের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তির দোয়ে শাস্তি দেওয়া হয়।