সময়ের জনমাধ্যম

মোজাম্বিকে প্রায় ৫০০ বাংলাদেশি মালিকানাধীন দোকানে লুটপাট

Last Updated on 3 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম জানিয়েছেন, মোজাম্বিকে চলমান রাজনৈতিক সঙ্কটে সেখানে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিক্ষোভকারীদের তাণ্ডবে ইতোমধ্যে প্রায় ৫০০ বাংলাদেশি মালিকানাধীন দোকান লুটপাট ও সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হওয়ায় অনেক বাংলাদেশি নিঃস্ব হয়ে পড়েছেন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মোহাম্মদ রফিকুল আলম জানান, মোজাম্বিকের মাপুটো, নাম্পুলা এবং জাম্বেজিয়া প্রভিন্সে বসবাসকারী বাংলাদেশি নাগরিক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আফ্রিকার দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা মূলত ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বেশিরভাগই গ্রোসারি দোকান পরিচালনা করেন। এছাড়া, বেশ কিছু বাংলাদেশি কৃষিখাতে নিয়োজিত আছেন।

রফিকুল আলম আরও জানান, এমন পরিস্থিতিতে অল্প কিছু প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের সদস্যদের বাংলাদেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছেন। এর সঠিক সংখ্যা এখনও নিরূপণ করা সম্ভব হয়নি। উদ্ভূত পরিস্থিতিতে ভৌগোলিক সন্নিকটতার কারণে প্রিটোরিয়াতে অবস্থিত বাংলাদেশ হাই-কমিশনকে নির্দেশনা প্রদান করা হয়েছে মালাউ-এর ব্ল্যান্টায়ার শহরে গিয়ে দেশে ফিরতে আগ্রহীদেরকে প্রয়োজনীয় সেবা ও সহায়তা প্রদান করার জন্য। বাংলাদেশ হাই কমিশনও মাপুটোর কাছে একটি অধিকতর নিরাপদ স্থান হতে কন্সুলার সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনা করছে।

আফ্রিকার মোজাম্বিকে বাংলাদেশিদের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ

তিনি জানান, বাংলাদেশ দূতাবাস লিসবন, মোজাম্বিকের সমবর্তী দায়িত্বে রয়েছে এবং মোজাম্বিকে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির নিরাপত্তা নিশ্চিতে কমিউনিটির নেতাদের মাধ্যমে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। মোজাম্বিকে বাংলাদেশি কমিউনিটির সুরক্ষার জন্য লিসবনে অবস্থিত মোজাম্বিক দূতাবাসের মাধ্যমে মোজাম্বিক পররাষ্ট্র মন্ত্রণালয়কে দূতাবাস অনুরোধ করেছে। মাপুটোতে অবস্থানরত বাংলাদেশি অনারারি কনসাল ও মোজাম্বিকের বাংলাদেশি কমিউনিটির আহ্বায়কের মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের বিস্তারিত তথ্য গ্রহণ, পরিস্থিতি পর্যবেক্ষণ এবং তাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হচ্ছে।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো। আজ সরকারি দল ও বিরোধী দলের মধ্যে একটি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনার ফল ইতিবাচক হলে পরিস্থিতির আরো উন্নতি ঘটবে বলে আশা করা যায়। অন্যথায়, পরিস্থিতি অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত ২৩ ডিসেম্বর মোজাম্বিকের সংবিধান পরিষদ প্রেসিডেন্ট নির্বাচন ফলাফল নিশ্চিত করে ক্ষমতাসীন ফ্রেলিমো পার্টির প্রার্থী ড্যানিয়েল চাপোকে বিজয়ী ঘোষণা করে। এই ঘোষণার পর থেকেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিরোধী প্রার্থী ভেনানসিও মন্ডলেন যিনি বর্তমানে নির্বাসনে রয়েছেন, এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেন। নির্বাচনী অনিয়ম এবং নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ফলে মাপুটোসহ বিভিন্ন অঞ্চলে সহিংসতা চরম আকার ধারণ করে।