Last Updated on 2 years by admin
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ইয়েমেনের আদেন শহরের কাছে একটি মার্কিন জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত হুতি। সোমবার (১৫ জানুয়ারি) মার্কিন গোয়েন্দা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে স্কাই নিউজ।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র মালিকানাধীন জাহাজটিতে ইস্পাত পণ্য পরিবহন করা হচ্ছিল। সেখানে জাহাজবিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বাণিজ্যিক জাহাজ চলাচলের তথ্য প্রদানকারী সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশন্সের (ইউকেএমটিও) জানিয়েছে, আদেন শহরের কাছে একটি জাহাজে ক্ষেপণাস্ত্রটি আঘাত হেনেছে। ওই জাহাজের ক্যাপ্টেন তাদের জাহাজের বাঁ পাশে উপর থেকে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে বার্তা দিয়েছেন।
সমুদ্র নিরাপত্তা বিষয়ক অপর সংস্থা আমব্রে অ্যান্ড ড্রায়াড গ্লোবাল জানিয়েছে, ক্ষতিগ্রস্ত হওয়া জাহাজটি মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এবং এটি যুক্তরাষ্ট্রের ঈগল বাল্কের মালিকানাধীন জাহাজ। এটির নাম ঈগল জিব্রাল্টার।
ক্ষেপণাস্ত্রের আঘাতে জিব্রাল্টার ঈগল নামের ওই জাহাজের আগুন ধরে যায়। তবে এতে আরোহীদের কেউ আহত হননি বলে জাহাজটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ঈগল বাল্ক শিপিং জানিয়েছে। আক্রান্ত হওয়ার পরেও জাহাজটি গন্তব্যের পথে রয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।