Last Updated on 7 months by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে হেলিকপ্টারের সঙ্গে মাঝ আকাশে আমেরিকান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উড়োজাহাজটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটিতে ৬০ জন যাত্রী এবং চারজন ক্রু ছিল।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি, ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) বরাত দিয়ে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।
সিবিএস নিউজকে দেওয়া এক বিবৃতিতে এফএএ জানিয়েছে, স্থানীয় সময় রাত ৯টার দিকে রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে রানওয়ে ৩৩-এর কাছে পৌঁছানোর সময় এ ঘটনা ঘটে।
ডিসি ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগ জানিয়েছে, উড়োজাহাজটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে, যা ওয়াশিংটন ডিসির মধ্য দিয়ে বয়ে গেছে।
কানসাস রাজ্যের প্রতিনিধিত্বকারী সিনেটর জেরি মোরান বলেছেন, দুর্ঘটনার পর তিনি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। কানসাসের উইচিটা থেকে আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজটি ওয়াশিংটন ডিসিতে এসেছিল।