সময়ের জনমাধ্যম

রক্তিম চাঁদ দেখা গেলো বিভিন্ন দেশে

পাকিস্তানের ইসলামাবাদ থেকে তোলা এই ছবিতে ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদ দেখা যাচ্ছে। চাঁদ যখন পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢাকা পড়ে, তখন চিরচেনা রুপালি রং থেকে সেটি কালচে লাল রং ধারণ করে। একে জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় ‘ব্লাড মুন’ বলে। ছবি- সংগৃহিত

Last Updated on 6 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: বিশ্বের কোটি কোটি মানুষ আকাশে চাঁদের অনন্য এক রূপ দেখেছেন ।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে চাঁদ পৃথিবীর ছায়ার ভেতর দিয়ে অতিক্রম করেছে। চাঁদ যখন পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢেকে যায়, তখন সেটি কালচে লাল রং ধারণ করে।

পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে চলে আসে, তখন চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে। এ অবস্থাকে চন্দ্রগ্রহণ বলে। মেঘমুক্ত আকাশে খালি চোখেই মনোমুগ্ধকর এ দৃশ্য দেখা গেছে।

বিশ্বের বেশ কয়েকটি দেশ থেকে রোববার পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেছে। কোথাও কোথাও থেকে আংশিক চন্দ্রগ্রহণ দেখা গেছে।

পাকিস্তানের ইসলামাবাদ থেকে তোলা এই ছবিতে ‘ব্লাড মুন’ বা রক্তিম চাঁদ দেখা যায়। চাঁদ যখন পৃথিবীর ছায়ায় পুরোপুরি ঢাকা পড়ে, তখন চিরচেনা রুপালি রং থেকে সেটি কালচে লাল রং ধারণ করে। জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় একে বলে ‘ব্লাড মুন’

জাপানের রাজধানী টোকিওতে ভোর হওয়ার আগে দিয়ে আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যায়।

ভারত, বাংলাদেশ, চীন, জাপান, পাকিস্তান, রাশিয়া, পশ্চিম অস্ট্রেলিয়া, পূর্ব আফ্রিকা এবং মধ্য এশিয়ার দেশগুলো থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেছে।

রোববার রাতে টানা ৮২ মিনিট পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ স্থায়ী হয়। ২০২২ সালের পর এটিই দীর্ঘতম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।

Reendex

Must see news