Last Updated on 4 weeks by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানী ঢাকার মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সামনে ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের সঙ্গে স্টুডেন্টস ফর সভারেন্টি নামক একটি সংগঠনের ব্যানারে আসা মানুষদের সংঘর্ষের ঘটনা ঘটে।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে মতিঝিলের মেট্রো স্টেশনের নিচে ঘটে এ সংঘর্ষের ঘটনা। এতে অনেকেই আহত হয়েছেন।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-জনতার ব্যানারে আসা একদল মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করে সেখান থেকে মতিঝিল এনসিটিবি কার্যালয় ঘেরাও করার উদ্দেশ্যে রওনা হয়। এরপর এনসিটিবি কার্যালয়ের সামনে থাকা স্টুডেন্টস ফর সভারেন্টির ব্যানারের লোকদের সঙ্গে সংঘর্ষ হয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের।
ঘটনাস্থলে দেখা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সংক্ষুব্ধ ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-জনতা একটি মিছিল নিয়ে জাতীয় প্রেসক্লাব ও দৈনিক বাংলা হয়ে মতিঝিল মেট্রো স্টেশনের নিচে যায়। এদিকে সেখানে আগে থেকেই ছড়িয়ে-ছিটিয়ে অবস্থান করছিলেন স্টুডেন্টস ফর সভারেন্টি ব্যানারের সদস্যরা।
ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছাত্র-জনতার মিছিলটি মেট্রো স্টেশনের নিচে পৌঁছার পর তাদের প্রথমে বাধা দেন স্টুডেন্টস ফর সভারেন্টির সদস্যরা। পরে কথাকাটাকাটি হয়। আর একপর্যায়ে সংঘর্ষে জড়ায় সংগঠন দুটি। এতে নারীসহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের অনেককেই সেখান থেকে উদ্ধার করে ভ্যান-রিকশায় সরিয়ে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
প্রসঙ্গত, নবম ও দশম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পেছনের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দ সংবলিত গ্রাফিতি বাতিলের প্রতিবাদ হিসেবে সংক্ষুব্ধ ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-জনতা এনসিটিবি ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছিল ।