Last Updated on 8 months by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: অটোরিকশা চলাচল বন্ধ করার প্রতিবাদে এবার রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশের বক্সে আগুন দিয়েছে আন্দোলনরত অটোরিকশা চালকরা।
রোববার (১৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কালশী মোড়ে অবস্থিত ট্রাফিক পুলিশের বক্সে আগুন দেয় আন্দোলনকারীরা। বিষয়টি নিশ্চিত করেছেন পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান।
ডিএমপির পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, “আন্দোলনকারীরা কালশী এলাকায় সহিংসতা করেছেন। কালশী মোড়ে অবস্থিত একটি পুলিশ বক্সে আগুন দেন তারা। এটি ট্রাফিক পুলিশের বক্স ছিল। আমরা ঘটনাস্থলে আছি। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি।”
এর আগে, কালশীতে সড়ক অবরোধ করে অটোরিকশাচালকরা রাস্তা অবরোধ করেন। এতে সড়কের দুই দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ওই সড়ক ব্যবহারকারী হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন।
উল্লেখ্য, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত ১৫ মে রাজধানীতে ব্যাটারিচালিত রিকশা চলতে না দেওয়ার নির্দেশ দেন ।