Last Updated on 2 years by BISWAS
নিউজ ডেস্ক, জাজিরা নিউজঃ ঢাকার বেইলি রোডের কাচ্চি ভাই বিরানী ভবনের আগুনে নিহত প্রতিজনের পরিবারকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। আজ শুক্রবার (১ মার্চ) সকালে শেখ হাসিনা বার্ন ইউনিটে দগ্ধ রোগীদের দেখতে এসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান এমন তথ্য জানান।
মহিববুর রহমান বলেন, আমরা নিহতদের পরিবারকে দাফন বা সৎকারের জন্য ২৫ হাজার টাকা করে দেব। আহতদের চিকিৎসার জন্য পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সবাইকে সরকারি খরচে চিকিৎসা দেওয়া হবে। এখন পর্যন্ত মারা গেছেন ৪৬ জন।
দগ্ধ রোগীদের পর্যবেক্ষণ করে তিনি আরও জানান, এখন পর্যন্ত ৩৮টি মরদেহ হস্তান্তর করা হয়েছে। বাকি ৮টি মরদেহের মধ্যে ৫টি শনাক্ত করা হয়নি। ডিএনএ টেস্টের মাধ্যমে তাদের পরিচয় শনাক্ত করা হবে। আহত ১২ জন্যের মধ্যে ১০ জন রয়েছেন শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এবং দুই জন ঢাকা মেডিকেলে।
তিনি আরও বলেন, আগুনের ঘটনার পরপরই সরকারের আইন-শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে ছুটে আসে। তারা দ্রুততম সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।


