সময়ের জনমাধ্যম

রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক, বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা

Last Updated on 7 months by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম সভা আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি বিকেলে অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এতে বক্তব্য রাখবেন।

শুক্রবার প্রধান উপদেষ্টার উপপ্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর এই তথ্য জানিয়েছেন। রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক ডাকা হয়েছে। বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এতে সংবিধান সংস্কার কমিশনের প্রধান আলী রীয়াজ, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আবদুল মঈদ চৌধুরী, পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার, বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান বিচারপতি এমদাদুল হক এবং দুদক সংস্কার কমিশনের প্রধান ইফতেখারুজ্জামান বৈঠকে অংশ নেবেন।