Last Updated on 5 months by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (১২ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার দিকে ব্রিটেনের রাজপ্রাসাদ বাকিংহাম প্যালেসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাতের একটি ছবি প্রকাশ করেছেন তিনি।
বাকিংহাম প্যালেসে পৌঁছালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান রাজা তৃতীয় চার্লস।
শফিকুল আলম তার ফেসবুক পোস্টে জানান, ব্রিটিশ রাজা অধ্যাপক ইউনূসের কাজের একজন ভক্ত। যার মধ্যে রয়েছে তাঁর অগ্রণী ক্ষুদ্রঋণ ব্যাংক, দারিদ্র্য মোকাবেলায় সামাজিক ব্যবসার প্রচারণা এবং সভ্যতাকে আত্মধ্বংস থেকে বাঁচাতে তিন শূন্যের প্রচারণা।
প্রেস সচিব জানিয়েছেন, রাজা চার্লস অধ্যাপক ইউনূসের একটি বইয়ের ভূমিকা লিখেছিলেন।

