Last Updated on 2 years by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: তাপদাহের তীব্রতা থেকে রক্ষা পেতে রিকশাচালকদের মধ্যে ছাতা, পানির বোতল, খাবার স্যালাইন বিতরণ করেছেন ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম।
এ সময় তিনি রিকশায় স্থাপনযোগ্য একটি ছাতা, পানি পানের বোতল ও ১২ প্যাকেট করে খাবার স্যালাইন বিতরণ করেন।
শুক্রবার (০৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে এই ছাতা বিতরণ করা হয়।
ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, দিনদিন তাপপ্রবাহ প্রকট হয়ে উঠছে। প্রতিদিন যাদের জীবিকার জন্য বাইরে বের হতে হয় তাদের কষ্ট বেড়ে যায়। সীমিত আয়ের মানুষ যারা রয়েছেন, বিশেষ করে রিকশা চালক তাদের কষ্ট আরো বেশি হয়। তারা যাতে অন্তত ছাতার ছায়াতে থাকতে পারে এ জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ছাতা প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, সিটি কর্পোরেশন নিবন্ধিত যতগুলো রিকশা রয়েছে, সেগুলোর সব চালকের কাছে ধাপে ধাপে এই ছাতা পৌঁছে দেয়া হবে। পানি পানের যে বোতল বিতরণ করা হচ্ছে সেটি আধা লিটারের। এর ফলে এটি সহজে বহনযোগ্য এবং প্রয়োজনে এতে স্যালাইন বানিয়ে চালকরা খেতে পারবেন।


